রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » বগুড়া » গাবতলী উপজেলা বিএনপি নেতা রিপন গ্রেফতার
গাবতলী উপজেলা বিএনপি নেতা রিপন গ্রেফতার
আল আমিন মন্ডল,বগুড়া :: বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মহিষাবান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমআর ইসলাম রিপনকে শনিবার বিকালে থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
একাধিক সুত্র জানায়, শনিবার গাবতলী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে মহিষাবান পাঁচমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানার ওসি আবুল কালাম আজাদ গ্রেফতারের হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, রিপনের বিরুদ্ধে নাশকতার ও বিস্ফোরক আইনে মামলার আসামী হওয়ার তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত এমআর ইসলাম রিপন মহিষাবান ইউনিয়নের নিশিন্দা মড়িয়া বাজার গ্রামের আব্দুল মালেকের ছেলে।
এদিকে, মহিষাবান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমআর ইসলাম রিপনকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারন সম্পাদক এনামুল হক নতুন ও সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন খান সাগর।
যুবদলের কার্যক্রম গতিশীল করতে নিস্ক্রিয়তা ও কারাগারে থাকায় গাবতলীর চার ইউপির নতুন দায়িত্ব পেলেন যারা
বগুড়া :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে দেশব্যাপী চলমান আন্দোলন সংগ্রামে নিস্ক্রিয়তা ভূমিকা পালনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়ার গাবতলী উপজেলা শাখার অধিনস্ত ৪টি ইউনিয়ন কমিটির দায়িত্বশীল যুবদল নেতাদের নিস্ক্রিয়তা সহ কারাবন্দী থাকায় চলমান আন্দোলন সংগ্রামকে গতিশীল এবং ত্বরান্বিত করতে ছয় যুবদল নেতা কে নতুন ভাবে দায়িত্বভার অর্পণ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। ৫ই জানুয়ারি শুক্রবার গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু ও সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের আহবাক বেলাল হোসেন খান কারাগারে থাকায় নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম’কে ভারপ্রাপ্ত আহবায়ক ও হৃদয় হোসেন গোলজার’কে সিনিয়র যুগ্ম আহবায়ক, নবগঠিত সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তা দীর্ঘদিন প্রবাসে অবস্থান করার কারণে সুখানপুকুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের’কে ভারপ্রাপ্ত আহবায়ক ও যুগ্ম আহবায়ক আল আমিন’কে সিনিয়র যুগ্ম আহবায়ক, দক্ষিনপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন আলী দীর্ঘদিন দলীয় কার্যক্রমে অংশগ্রহণ না করায় ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহবায়ক হিসাবে জাহাঙ্গীর আলম (মানিক) কে দায়িত্বভার প্রদান করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে সোনারায় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাফিকুর রহমান জনি দীর্ঘদিন দলীয় কার্যক্রমে অংশগ্রহণ না করায় যুগ্ম আহবায়ক শাহ সুলতান’কে ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কমিটির কার্যক্রম চলমান থাকবে বলেও একই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।