মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » পাবনা » কাঠাভাঙ্গা ও আগুন নিয়ে খেলা উত্সব
কাঠাভাঙ্গা ও আগুন নিয়ে খেলা উত্সব
পাবনা প্রতিনিধি :: (১২ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.১৫মিঃ) ১১ এপ্রিল সোমবার কালাচাঁদ পাড়া মহাদেব (শীপবাড়ি মন্দির) কাঠাভাঙ্গা ও আগুন নিয়ে খেলা উত্সব রাত ১১টায় মন্দিরের সভাপতি শ্রী মৃদুল সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের সাধারন সম্পাদক বিশ্বজিত্ ঘোষ, সহ-সভাপতি সুদর্শন তালুকদার, পিনাকী রঞ্জন রায় ৷ আগুন খেলা ও কাটাভাঙ্গা পরিচালনা করেন বালা সন্যসী বিন্দাবন চন্দ্র ঘোষ ও সুকুমার দপ্তর ৷ কাটাভাঙ্গা ও আগুন খেলায় সন্যসীদের মধ্যে মহাদেব মন্দিরের সন্যসীদের মধ্যে ছিলেন, বিপুল ঘোষ, নিরঞ্জন ঘোষ, বিজয় চক্রবর্তী, শুভ ঘোষ, সজিব সাহা, কাটা খেলায় সহকারী সঞ্জয় সাহা, রনি ঘোষ, উত্তম বসাক, বাপ্পি বসাক, আন্দান বসাক ও রাজিব সাহা ৷
উক্ত খেলা বিভিন্ন ধর্মের অনুসারিগন উপভোগ করেন ৷ আজ চৈত্র পুজার ঐতিহ্যেবাহি চরক খেলায় বিকেল ৫টায় মন্দির প্রঙ্গনে অনুষ্ঠিত হবে ৷ চরক খেলায় দেখার জন্য মন্দিরের পক্ষ থেকে পাবনা বাসির সকল জনসাধারণকে আমন্ত্রন জানানো হয়েছে ৷