মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে এনজিও’র উদ্যোগে মানববন্ধন
রাঙামাটিতে এনজিও’র উদ্যোগে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার :: (১২ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তামাকের উপর শক্তিশালী শুল্ক-নীতি গ্রহণ এবং আসন্ন ২০১৬-২০১৭ বাজেটে সকল তামাক পণ্যের উপর কার্যকর হারে কর বৃদ্ধির দাবিতে মঙ্গলবার ১২ এপ্রিল সকালে রাঙামাটির জিমনেসিয়াম প্রাঙ্গনে বেসরকারী সমাজ উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (এনজিও ইপসা)’র উদ্যোগে এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এর সহযোগিতায় এক মানব বন্ধন অনুষ্ঠিত হয় ৷ মানববন্ধনে রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্রো, রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সাধারন সম্পাদক এম জিসান বখতেয়ার কোয়ালিশন সদস্য ও বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি এবং ইপসা’র প্রতিনিধিরা অংশ গ্রহন করেন ৷
মানববন্ধনে বক্তারা দাবী জানিয়ে বলেছেন, সিগারেটের মূল্যস্তরভিত্তিক কর-প্রথা বাতিল করে প্যাকেট প্রতি খুচরা মূল্যের কমপৰে ৭০ শতাংশ পরিমাণ স্পেসিফিক এক্সইজ ট্যাক্স নির্ধারণ করতে হবে, বিড়ির ট্যারিফ ভ্যালু তুলে দিয়ে প্যাকেট প্রতি খুচরা মূল্যের ৪০ শতাংশ পরিমাণ স্পেসিফিক এক্সইজ ট্যাক্স নির্ধারণ করতে হবে৷ গুল-জর্দার ক্ষেত্রে ৭০ শতাংশ পরিমাণ স্পেসিফিক এক্সইজ ট্যাক্স নির্ধারণ করতে হবে এবং তামাকের ওপর আরোপিত স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ১ শতাংশ থেকে বৃদ্ধি করে ২ শতাংশ নির্ধারণ করতে হবে ৷
বক্তারা আরো বলেন - এই ঈপ্সিত লক্ষ অর্জনে তামাকজাত পণ্যের ক্রয় ক্ষমতা হ্রাস এবং একই সাথে সরকারের শুল্ক আয় বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তামাকের উপর বর্তমান শুল্ক-কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক শুল্ক-নীতি গ্রহণের যে নির্দেশনা প্রদান করেছেন তা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে ৷ মানববন্ধন শেষে অর্থমন্ত্রী বরাবরে উক্ত দাবিসম্বলিত স্মারকলিপি রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয় ৷ রাঙামাটি জেলা প্রশাসক স্বারকলিপি গ্রহন করে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ করার আশ্বাস দেন বলে জানা গেছে ৷