বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন শফিকুর রহমান চৌধুরী
বিশ্বনাথে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন শফিকুর রহমান চৌধুরী
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :”সবুরে মেওয়া ফলে”। বাংলাদেশের প্রাচীন এই প্রবাদ বাক্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর বেলায় পূর্ণরুপে ফলতে যাচ্ছে।
গেল দুবার জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবার পরও জোটের স্বার্থে শরীক দলের জন্য নিজ মনোনয়ন দূবারই প্রত্যাহার করে অসীম ত্যাগ স্বীকার করায় এবার তিনি তার উত্তম পুরস্কার পেতে যাচ্ছেন।
আর মাত্র কয়েক ঘন্টা পর প্রতিমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলে তিনি হবেন বিশ্বনাথের স্থানীয় রাজনীতির ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি দুবার সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নির্বাচিত হলেন। শুধু তাই নয়, তিনি হবেন আওয়ামীলীগের সরকারে বিশ্বনাথের ১ম প্রতিমন্ত্রী।
আর বিশ্বনাথের ইতিহাসে ২য় প্রতিমন্ত্রী। কারণ ১৯৭৯ সনে বিশ্বনাথের ১ম ব্যক্তি হিসেবে দেওয়ান তৈমুর রাজা চৌধুরী তখনকার বি.এন.পি সরকারের রেল সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৯ সালের পর থেকে আজ দীর্ঘ ৪৫ বছর পর বিশ্বনাথবাসী নিজের ঘরের মানুষ হিসেবে কাউকে মন্ত্রী হিসেবে পেল।
দেওয়ান তৈমুর রাজা চৌধুরীর পর বিশ্বনাথের অনেক কৃতিসন্তান এই আসনে এম.পি নির্বাচিত হন। কিন্ত বিশ্বনাথের কারো ভাগ্যে মন্ত্রীর মত পদবী জোটেনি। আর এ জন্য বিশ্বনাথবাসীকে দীর্ঘ ৪৫ বছর অপেক্ষা করতে হয়। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট-২ আসনে ২য় বারের মত নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী শপথ নিলে বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি স্বপ্ন পূরণ হবে।
গেল বুধবার বিকেল থেকে বিভিন্ন অনলাইন পত্রিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মনোনীত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রস্তাবিত নাম প্রকাশিত হলে বিশ্বনাথের সর্বত্র আনন্দের বন্যা বইছে।
এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সাথে আলাপকালে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, “মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখে এই মনোনয়ন দিয়েছেন তার জন্য আমি সিলেটবাসী ও প্রবাসীদের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
সে সাথে আমি সিলেটবাসী ও দেশবাসীর কাছে দোয়া চাই আমি যেন প্রধানমন্ত্রীর এই প্রতিদান শতভাগ পূরণ করতে পারি। মহান আল্লাহ তায়ালা যেন আমাকে সেই তওফিক দান করেন”।
বিশ্বনাথের সামন্ত-শফিক নতুন মন্ত্রী সভায় স্থান পাচ্ছেন
বিশ্বনাথ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রী সভায় স্থান পাচ্ছেন প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলার দুই কৃতিসন্তান। ২য় সংসদ নির্বাচনের পর বিশ্বনাথী হিসেবে কেউ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করলেও স্বাধীন বাংলাদেশে প্রথম বিশ্বনাথী হিসেবে পূর্ণ্য ‘মন্ত্রী’র দায়িত্ব পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের প্রধান ও উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের কৃতিসন্তান ডাঃ সামন্ত লাল সেন।
এছাড়া একই মন্ত্রী সভায় ‘প্রতিমন্ত্রী’ হিসেবে স্থান পাচ্ছেন সিলেট-২ আসন থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের কৃতিসন্তান আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
এরপূর্বে ২য় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম বিশ্বনাথী হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের কৃতিসন্তান মরহুম দেওয়ান তৈমুর রাজা চৌধুরী।
এদিকে মন্ত্রী সভার তালিকায় বিশ্বনাথের ওই দুই কৃতিসন্তানের নাম দেখার পর থেকে বিশ্বনাথ তথা সিলেট-২ আসনের সর্বত্র চলছে আনন্দের বন্যা। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন মহলের মানুষের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।