সোমবার ● ১৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াসের পক্ষে কাজ করায় কর্মীদের উপর হামলা
মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াসের পক্ষে কাজ করায় কর্মীদের উপর হামলা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াসের পক্ষে কাজ করায় কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় দুজন আহত হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চমেক) ভর্তি করা হয়েছে।
রবিবার ১৪ জানুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার চৌধুরী পাড়াস্থ মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মঞ্জুরুল হাসান মঞ্জু (৪৪) এবং মাইনুল হাসান আশরাফ (৪৫)। এরমধ্যে আশরাফ মিরসরাইয়ের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের নির্বাচনী এজেন্ট ছিলেন। আর মঞ্জু গিয়াসের পক্ষ হয়ে নির্বাচনী মাঠে কাজ করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের পক্ষ হয়ে কাজ করায় তাঁর কর্মীদের উপর হামলা চালিয়েছে নৌকা প্রার্থীর সমর্থকরা। এসময় মো. মাহফুজুল হকের নেতৃত্বে তাঁর ছেলে মনির উদ্দিন ও তৌহিদুল আলম, জামসেদ আলমসহ আরও কয়েকজন মিলে এ হামলা চালায়। এতে মঞ্জুরুল হাসান মঞ্জু এবং মাইনুল হাসান আশরাফ নামে দুইজন আহত হয়েছেন। তারা দুইজনই স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের পক্ষ হয়ে নির্বাচনী মাঠে কাজ করেছিলেন।
হামলার বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দীন (স্বতন্ত্র প্রার্থী) বলেন, ‘তারা (নৌকার সমর্থক) আমাকে এবং আমার কর্মীদের নানাভাবে হেনস্তা করছে। প্রতিনিয়ত তারা আমার কর্মীদের উপর হামলা চালাচ্ছে। আজ (রবিবার) সকালে আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। তাদের চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওসি সাহেবকে মৌখিকভাবে জানিয়েছি। আহতদের চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম বলেন, ‘হামলার বিষয়ে খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
মিরসরাইয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়লো জেলেদের মাছ ধরার জাল ও ইঞ্জিনচালিত নৌকা
মিরসরাই :: মিরসরাইয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে তিন জেলের মাছ ধরার একটি ইঞ্জিনচালিত নৌকা ও সাতটি জাল।
রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে শনিবার (১৩ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালী স্লুইস গেইট বেডিবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত জেলেরা হলেন ডোমখালী জলদাশ পাড়ার বাদল জলদাশ, রবি জলদাশ জাল ও অর্জুন জলদাশ।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাদল চন্দ্র জলদাশ বলেন, ‘আমি ২২ বছর ধরে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। প্রতিদিনের মতো শনিবার রাতেও ডোমখালী বেডিবাঁধ স্লুইস গেইট এলাকায় আমার একটি নৌকা ও একটি জাল এবং আরো দু’জনের সাতটি জাল রেখে এসেছি। সকালে খবর পাই রাতে কে বা কারা নৌকা ও জালগুলো পুড়িয়ে দিয়েছে। আমাদের চলার একমাত্র অবলম্বন শেষ হয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানিয়েছি।’
তিনি আরো বলেন, ‘গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার প্রার্থীর ডোমখালী জেলেপাড়ার সমন্বয়ক হিসেবে কাজ করেছি। হয়তো এ কারণে শত্রুতাবশত আমার নৌকা ও জাল পুড়ে দিতে পারে।’
এ বিষয়ে সাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, ‘বাদল জলদাশ গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জলদাশ বাড়ির নৌকার প্রধান সমন্বয়ক ছিলেন। সে জেরে শনিবার রাতে বাদলের একটি মাছ ধরার একটি নৌকা, একটি জাল ও রবি, অর্জুন জলদাশের ছয়টি জাল পুড়ে দিয়েছে। আমি খবর পেয়ে বিষয়টি আমাদের নব-নির্বাচিত এমপিকে অবহিত করেছি।’
এ বিষয়ে মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা একটি নৌকা ও সাতটি জাল পুড়ে দিয়েছে। তবে এটি রাজনৈতিক কারণ বলে আমার মনে হচ্ছে না। স্থানীয়ভাবে পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কারা এ কাজ করতে পারে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।