মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » সাইবার ক্রাইম এর অভিযোগে খাগড়াছড়িতে শিক্ষক গ্রেফতার
সাইবার ক্রাইম এর অভিযোগে খাগড়াছড়িতে শিক্ষক গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি :: সাইবার বুলিং এর অভিযোগে উদয়ন ত্রিপুরা(২৭) নামে খাগড়াছড়িতে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ১৫ জানুয়ারী দুপুরে সাংবাদিকদের সাথে সদর থানায় প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, স্কুল শিক্ষিকা খাগড়াছড়ি সদর থানায় এসে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার একটি চৌকস টিম ফেইক ফেইসবুক আইডিধারী ও ব্লাক মেইলকারীকে অভিযান পরিচালনা করে দূর্গম এলাকা থেকে গ্রেফতার করে তার ব্যাবহৃত ডিভাইস গুলিকে জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামী উদয়ন ত্রিপুরা (২৭) বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। অভিযুক্ত শিক্ষক খাগড়াছড়ি সদর উপজেলার অমৃত পাড়া এলাকার রঞ্জিত ত্রিপুরার ছেলে।
খাগড়াছড়ির ভুয়া ফেইসবুক আইডি খুলে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেন। এছাড়া অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ দেন। ব্যক্তিগত ছবিকে এডিট করে অশালীনভাবে উপস্থাপন করে ভিকটিমের ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে শারীরিক সর্ম্পক স্থাপনের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজী না হওয়ায় ভিকটিমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় এবং তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে উক্ত ফেইক ফেইসবুক আইডিধারী ও ব্লাকমেইলকারী উদয়ন ত্রিপুরা (২৭)কে অভিযোগ দায়েরের ৩৬ঘণ্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষককের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে বলে তিনি জানান।