বুধবার ● ১৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘নৌকা’ কৃষক-শ্রমিক-জনতার আস্থার প্রতীক
‘নৌকা’ কৃষক-শ্রমিক-জনতার আস্থার প্রতীক
বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা গনতন্ত্রের প্রতিক ৷ নৌকা কৃষক-শ্রমিক-জনতার আস্থার প্রতিক ৷ নৌকা বিজয়ী হলে দেশের গরীব-অবহেলিত-বঞ্চিত মানুষেরা নিজেদের প্রাপ্য অধিকার পান৷ নৌকার বিজয়ের ফলেই জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য ও দক্ষ নেতৃত্বে দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত্, কৃষি, যোগাযোগসহ সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে৷ তিনি আরও বলেন, লামাকাজীবাসীর উন্নয়নের জন্য ৭মে নির্বাচনে জনগনের স্বতস্ফুর্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নৌকাকে বিজয়ী করতে হবে৷ স্বাধীনতার প্রতিক নৌকার বিজয়ে লামাকাজী ইউনিয়নের মাটি ও মানুষ নিজেদের প্রাপ্য অধিকার পাওয়ার পাশাপাশি উন্নয়ন কর্মকান্ডও বাসত্মবায়ন করতে পারবেন৷ তাই আমাদের সবাইকে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷
তিনি ১২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি ডাঃ আলহাজ্ব শাহনুর হোসাইন’র সমর্থনে আয়োজিত বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ সভায় বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ডাঃ শাহনুর হোসাইন৷ স্বাগত বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক চয়ন দাশ৷
লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অরবিন্দু পাল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।