বুধবার ● ১৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ভূমিকম্প অনুভূত
রাঙামাটিতে ভূমিকম্প অনুভূত
ষ্টাফ রিপোর্টার :: (১৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.১২মিঃ) ১৩ এপ্রিল বুধবার রাঙামাটি শহর ও তার আশে পাশের এলাকায় সন্ধ্যা ৭.৫৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় ১ মিনিটেরও অধিক সময় ধরে এই ভূমিকম্পে স্থায়িত্ব ছিল। ভুমিকম্প শুরু হওয়ার কয়েক সেকেন্ডের ভিতর আশে পাশের নারী পুরুষ সবাই খোলা আকাশের নীচে চলে আসে। সবাই চিৎকার শুরু করে এবং মসজিদের মাইক থেকে আযান দিতে শুরু করেন। এখনো ক্ষয়ক্ষতি পরিমান জানা যায়নি।
রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন তার ফেইসবুক ষ্ট্যাটাস এ রিখটার স্কেলের ভূমিকম্পের মাত্রা ৭ মাত্রা বলে জানিয়েছেন। তিনি আরো জানান, ভূমিকম্প এর উৎপত্তিস্থল মাওলাইক, মিয়ানমার।
এদিকে আমাদের টেকনাফ,কক্সবাজার,চট্টগ্রাম,খাগড়াছড়ি,বান্দারবান ও সন্দ্বীপ প্রতিনিধি জানিয়েছেন সেখায়েও ভয়াবহ ভূমিকম্প অনুভূত হযেছে তবে ক্ষয়ক্ষতি পরিমান এখনো জানা যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং এই ভূমিকম্পের উৎসস্থল ঢাকা থেকে ৪২০ কিলোমিটার পূর্বে বলে জানান তিনি।
রয়টার্সসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ভূমিকম্পের মাত্রা ৭ উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, “এটা ছিল শক্তিশালী ভূমিকম্প। নিকট অতীতে আমাদের আশপাশে শুধু নেপালে এর চেয়ে বড় ভূমিকম্প হয়েছিল।”
ভূমিকম্পে দুলতে থাকায় রাজধানীর অনেক ভবন থেকে মানুষ আতঙ্কে নেমে এলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ছবিটি সংগ্রহীত ।