মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ঢাকা » লুটেরা মাফিয়া গোষ্ঠী আর মুনাফাখোর ব্যবসায়ীরা ছাড়া এখন কেউই আর ভালো নেই : সাইফুল হক
লুটেরা মাফিয়া গোষ্ঠী আর মুনাফাখোর ব্যবসায়ীরা ছাড়া এখন কেউই আর ভালো নেই : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাজারের উপর সরকারের নিয়ন্ত্রণ বলে কিছু নেই। বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা বক্তৃতা - বিবৃতি আর মিডিয়াতেই সীমাবদ্ধ। তিনি বলেন, মুনাফালোভী সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার ক্ষমতা সরকার হারিয়ে ফেলেছে। সরকারকে রাজনৈতিক সমর্থন দানের বিনিময়ে বাজার সিন্ডিকেটসমূহ যেন যথেচ্ছ মুনাফা হাতিয়ে নেবার লাইসেন্স নিয়ে নিয়েছে। তিনি বলেন, যে সংসদের ৬৭ শতাংশ ব্যবসায়ী আর ৯০ শতাংশ কোটিপতি ক্লাবের সদস্য তারা কিভাবে ভুক্তভোগী সাধারণ কোটি কোটি মানুষের কষ্ট বুঝবে! তিনি বলেন, মানুষ ৭ জানুয়ারীর ডামি নির্বাচন মানুষ বর্জন করায় তাদেরকে শাস্তি দিতে পর্যাপ্ত মজুদ সত্ত্বে রাতারাতি চালসহ খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দেয়া হোল কিনা - চিন্তার বিষয়।
তিনি বলেন, সরকারের ভুল পদক্ষেপ ও ব্যবসায়ী তোষণ নীতির কারণে বাজারে কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে,মানুষের জীবন দূর্বিসহ হশে উঠেছে । দেখা যাচ্ছে এরা সরকারের চেয়েও শক্তিশালী। সরকার পরিচালনায় মানুষের ম্যান্ডেট নেয় বলে সরকার এদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোন ব্যবস্থাও গ্রহণ করতে পারছেনা।
সরকারের আমদানিনির্ভর ভুলনীতির কারণে গ্যাসসহ জ্বালানি সংকটও চরমে।আন্তর্জাতিক বাজারে বেশকিছু পণ্যের দাম কমে এলেও দেশের বাজারে তার কোন ছাপ নেই।
তিনি বলেন, লুটেরা, মাফিয়া গোষ্ঠী, বিত্তবান আর ব্যবসায়ীরা ছাডা এই সরকারের আমলে কেউই নিরাপদ নয়।
তিনি বলেন সিন্ডিকেট তোষণকারী সরকারকে বিদায় দেয়া ছাডা মানুষের বাঁচার কোন পথ নেই।
আজ সকালে গাজীপুরের কালিয়াকৈরের বারইপাডায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অস্থায়ী কার্যালয় প্রাংগনে অনুষ্ঠিত উপজেলা কমিটির কর্মীসভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির কালিয়াকৈর উপজেলা কমিটির সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, উপজেলা কমিটির সদস্য চান মিয়া,শফিকুল ইসলাম, মোহাম্মদ জুলহাস খান,সরোবর খান,আকাশ মিয়া,রশিদ ইসলাম, মোহাম্মদ রাজু, ইসরাফিল হোসেন,জাহাঙ্গীর আলম,রবিউল ইসলাম। মতিয়ার রহমান, নান্টু দাস প্রমুখ।