বুধবার ● ২৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ প্রসিত প্রুপের ২ কর্মী নিহত
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ প্রসিত প্রুপের ২ কর্মী নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) প্রসিত গ্রুপের ২ কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছে।
বুধবার ২৪ জানুয়ারী সকাল আনুমানিক সাড়ে ৭টায় মহালছড়ি ইউনিয়নের ৯নম্বর দুরছড়ি পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউপিডিএফ-মূল এর মুখপাত্র অংগ্য মারমা।
নিহতরা হলেন, ইউপিডিএফ সংগঠক রবি কুমার চাকমা (৬৩) ও কর্মী বিমল চাকমা (৫৫)। ত্রিপল চাকমা (৩৫) নামের আরেক কর্মী নিখোঁজ রয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফ-গণতান্ত্রিক ও পিসিজেএসএস (এমএন লারমা) কে দায়ী করেছে ইউপিডিএফ-মূল। ইউপিডিএফ-মূল এর মুখপাত্র অংগ্য মারমার অভিযোগ, এই হামলার সঙ্গে তারা জড়িত। তবে অভিযোগ প্রসঙ্গে পিসিজেএসএস-এনএমলারমা ও ইউপিডিএফ-গণতান্ত্রিকের বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন বলেন, সকালে দুই ইউপিডিএফ-মূল এর কর্মী নিহতের খবর শুনেছি। এরই মধ্যে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।