বুধবার ● ১৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে আইনজীবীদের সাক্ষাত্
কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে আইনজীবীদের সাক্ষাত্
গাজীপুর জেলা প্রতিনিধি :: মানবতাবিরোধী অপরাধে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে তার ছেলে ও দুই আইনজীবী সাক্ষাত্ করেছেন৷
১৩ এপ্রিল বুধবার দুপরে তারা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ মীর কাসেম আলীর সাথে তারা সাক্ষাত্ করেন৷
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলা সুপার প্রশান্ত কুমার বনিক জানান, বুধবার দুপুর সোয়া ১২টার দিকে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, আইনজীবী মতিউর রহমান আকন্দ ও ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক তার সঙ্গে দেখা করতে কারাগারে আসেন৷ প্রায় আধা ঘন্টা তারা কারাগারে একটি কক্ষে মীর কাসেম আলীর সঙ্গে কথা বলেন৷
মীর কাসেম আলী এ কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন৷ গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন৷ ২০১৪ সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন৷ পরে ফাঁসির দন্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসির কনডেম সেলে পাঠানো হয়৷