সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় পাহাড়কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা
মাটিরাঙ্গায় পাহাড়কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড়কাটার দায়ে জাফর নামে এক ব্যাক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ২৯ জানুয়ারী দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। অভিযান পরিচালনাকালে মাটিরাঙ্গা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় অভিযুক্ত ব্যক্তি পরিবেশ আইন লঙ্ঘন করে পাহাড় কেটে তার অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) অনুসারে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে ভবিষ্যতে এমন অপরাধ না করার বিষয়ে সতর্ক করে দেয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, পাহাড়কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।