বুধবার ● ১৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে আইসিভিজিডির অবহিতকরণ সভা
কালীগঞ্জে আইসিভিজিডির অবহিতকরণ সভা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.০০মিঃ) গাজীপুরের কালীগঞ্জে ভিজিডি সুবিধাভোগীদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে৷
১২ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা ভিজিডি কমিটির উদ্যোগে এবং ডবিস্নউএফপি, ইউকেএইড ও জিওভি সহযোগিতায় এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উজান৷ আর এর বাসত্মবায়ন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর৷
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ আলী, ডবিস্নউএফপির টিম লিডার কাকলী চক্রবর্তী, টিম মেম্বার রাফফাত জেরিন, উজানের নির্বাহী পরিচালক ফিরোজা খানম, উজানের আইসিভিজিডি প্রকল্প সম্বয়কারী মাহবুবুর রহমান, উপজেলা সম্বয়কারী নবাব আলী খাঁ প্রমুখ৷ এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ভিজিডি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন৷ সভায় বক্তরা জানান, আইসিভিজিডি নতুনভাবে সারাদেশে ৬টি উপজেলায় পাইলট প্রকল্প ভিজিডিভুক্ত মহিলাদের নিয়ে কাজ করছে৷ এর আগে তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক সচেতনতামূলক আয় বর্ধক বিষয়ের উপর ভিজিডি উপকারভোগী মহিলাদের প্রশিক্ষল পরিদর্শন করেন৷