বুধবার ● ৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » রামুতে বৌদ্ধ বিহারে ডাকাতি
রামুতে বৌদ্ধ বিহারে ডাকাতি
রামু প্রতিনিধি :: রামু চাকমারকুল অজন্তা বৌদ্ধ বিহারে ডাকাতির ঘটনা ঘটেছে। ৬ অক্টোবর দিবাগত রাত ২ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়। সংঘবদ্ধ ডাকাতের দল এই সময় আলমারি ভেঙ্গে নগদ টাকা, ২টি মোবাইল সেট সহ এবং বিহারের দানবাক্স ভেঙ্গে সব টাকা নিয়ে নেয়।
এছাড়া বিহারের কম্পিউটার,মাইকের ইউনিট, মাইক্রোফোনও নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রজ্ঞাসম্বোধি শ্রামণ জানান, রাতে গ্রীলে তালা লাগানো ছিল। কিন্তু তার কক্ষের দরজা খোলা ছিল। ডাকাতেরা তার কক্ষে ঢুকে তাকে ভয় দেখায় তার হাত, পা ও মুখ বেঁধে ফেলে। ভোরে পূজারীরা বিহারে গিয়ে তাকে বাঁধা অবস্থায় দেখে তাকে মুক্ত করেন এবং ঘটনার বিষয়ে জানতে পারেন।
এদিকে ঘটনা জানাজানি হলে তৎক্ষণাৎ কক্সবাজার জেলা প্রশাসক, বিজিবির সিও, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আহম্মদ হোসাইন, উপজেলা পরিষদ
চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) ও রামু থানার অফিসার ইনচার্জ প্রমূখ ঘটনা স্থলে ছুটে যান এবং স্থানীয়দের সাথে কথা বলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি।
বিহার পরিচালনা কমিঠির সাধারণ সম্পাদক ক্ষেমেশ বড়ুয়া জানান,ডাকাতির ঘটনায় তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
আপলোড : ৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৫০ মিঃ