সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১৬ জনের নামে মামলা
ঘোড়াঘাটে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১৬ জনের নামে মামলা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটে এক অন্তঃসত্ত্বা নারী সহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হলে কতর্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্তঃসত্ত্বা নারী সহ ২ জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।
গত রবিবার দুপুরে উপজেলার কশিগাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর পক্ষ থেকে সোমবার ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, মামলার বাদী কশিগাড়ী গ্রামের মৃত ময়নুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (৩৮) বিরোধীয় সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখলে থাকা অবস্থায় একই গ্রামের তারাজুল ইসলাম গং জাল জালিয়াতির মাধ্যমে দলিল সৃষ্টি করে জোরপূর্বক দখলের নিমিত্তে গোলযোগ সৃষ্টি করে। এ নিয়ে বাদীর পিতা জীবিত থাকা অবস্থায় বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমা দাখিল করেন যাহা বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় গত রবিবার দুপুরে উক্ত জমির দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাদীর ছোট ভাই সেলিম সরকার ও তার ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত সহ উভয়পক্ষের ৭ জন আহত হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মনিরুজ্জামান নামের একজন বাদী হয়ে একটি এজাহার দাখিল করলে তা আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ঘোড়াঘাটে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন।
রবিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলার রানীগঞ্জ-ডুগডুগীহাট রোডে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ১ জন নিহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আরেকজন কে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, উপজেলার পালশা ঢেওয়াপাড়া এলাকার বিকারী চন্দ্র দাসের ছেলে বিনয় চন্দ্র দাস (২৫) ও একই উপজেলার চৌড়িয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে জিতু ইসলাম (১৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডুগডুগীহাট থেকে রানীগঞ্জ অভিমুখে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রানীগঞ্জ বাজার থেকে একটি ইজিবাইক চৌড়িয়া মোড় নামক জায়গায় পৌছিলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বিনয় (২৫) ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয় লোকজন অপর মোটরসাইকেল আরোহী জিতু (১৬) কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।