মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » আদালতের নির্দেশে ২৫ বছর পর ভূমি ফিরে পেল আল আরব এসোসিয়েট
আদালতের নির্দেশে ২৫ বছর পর ভূমি ফিরে পেল আল আরব এসোসিয়েট
হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: সিলেটে আদালতের নির্দেশে সোমবার (৫ ফেব্রুয়ারী) গোয়াইনঘাট উপজেলায় দীর্ঘ ২৫ বছর বেদখলকৃত জমি ফিরে পেলো আল আরব এসোসিয়েট লি.। অবৈধ দখল উচ্ছেদ করে প্রকৃত মালিকের হাতে জমি সমঝে দিলো স্থানীয় প্রশাসন।
গোয়াইনঘাটের ছৈলাখেল ৪র্থ খন্ড মৌজার জেএল নং-১০৫, আরএস জেএল নং-৮৩, এসএ খতিয়ান নং-৩৪ , এসএ দাগ নং-১৫৯, আরএস দাগ নং-২৮০ এর ০.৩৩ একর জমি থেকে অবৈধ দখলদারকে আদালতের নির্দেশে উচ্ছেদ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমে ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালন করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. তানভীর হোসেন।
সহকারী কমিশনার (ভুমি) মোঃ তানভীর হোসেন বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে রেকর্ডিও জমি অবৈধ দখল উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমি দখলে সমঝে দেয়া হয়েছে। বিবাদিরা সুশৃঙ্খলভাবে আদালতের রায় মেনে নিয়ে মালামাল সরিয়ে নিয়েছে। ফলে দখল কার্যক্রমে কোন বাধা বিঘ্ন হয়নি।
বাদীপক্ষের আইনজীবি প্রদীপ ভট্টাচার্য বলেন, ১৯৯৮ সাল থেকে বিবাদিরা ভূমিটি অবৈধভাবে দখল করে রেখেছিল। আমাদের দায়ের করা স্বত্ব মামলায় আদালত আমার মক্কেলের পক্ষে রায় ও দখলের আদেশ জারি করে। সেই মোতাবেক আজ আমরা জমি ফেরত পেয়েছি।
জমির মালিক আল আরব এসোসিয়েট লি. ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুল আলম বলেন, বিজ্ঞ আদালতে আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালত-প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ২৫ বছর বেদখল হওয়া ভূমি পুনরুদ্ধার হয়েছে আজ।
সিলেটে খাল থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার খালের মাধ্যে থেকে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামে খালের মাধ্যে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত যুবকের নাম নাজিম উদ্দীন (৩২)। সে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামের শহিদুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামে খালে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। তবে মৃত্যুর কারন এখনো স্পষ্ট নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার (ওসি) তদন্ত মেহেদী হাসান সুমন বলেন, রুস্তমপুর ইউনিয়ন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে আমি স্পটে আছি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
কাজিটুলা থেকে বৃদ্ধ নিখোঁজ; ১৯ দিনেও মেলেনি খোঁজ
সিলেট :: সিলেটে ১৯ দিন থেকে নিখোঁজ এক বৃদ্ধ ব্যক্তি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মেলেনি তার সন্ধান। নিখোঁজ ব্যক্তির নাম আরব আলী (৬০)। তিনি শারিরীকভাবে অসুস্থ। গত ১৮ জানুয়ারী কাজিটুলার বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। আর ফিরে আসেননি। এ ঘটনায় আরব আলীর মেয়ে ইমা বেগম কতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির বিবিরণে জানা যায়, ১৮ জানুয়ারী সকাল আনুমানিক ১১টার দিকে কাউকে না বলে আরব আলী ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তারপর থেকে সম্ভাব্য অনেকস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হবার সময় তার পরনে কালো রঙের শার্ট এবং নীল রঙের চেক লুঙ্গি ছিলো। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। নিখোঁজ আরব আলী কাজিটুলার দিঘীরপাড়ের গিয়াস মিয়ার বাসায় ভাড়া থাকতেন। তার মূলবাড়ি সুনামগঞ্জের হাছননগরে।