মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে লাইসেন্স বিহীন ৩ করাতকল মালিককে জরিমানা
মিরসরাইয়ে লাইসেন্স বিহীন ৩ করাতকল মালিককে জরিমানা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে লাইসেন্স না থাকায় ৩ করাতকল মালিককে বিশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি বিকালে উপজেলার ঠাকুরদিঘী এবং মস্তানগর এলাকায় অভিযান চালিয়ে এই অর্থ দণ্ড দেওয়া হয় এবং সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, লাইসেন্সবিহীন করাতকল চলছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ঠাকুরদিঘী এবং মস্তানগর এলাকার তিনটি করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় বনবিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মিরসরাইয়ে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিলেন যুব মহিলা লীগ সভাপতি
মিরসরাই :: মিরসরাই উপজেলা যুব মহিলা লীগ সভাপতি ও আসন্ন মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিবি কুলছুমা চম্পার ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ততের বাড়ি বাড়ি গিয়ে তিনি এসব শীতবস্ত্র তুলে দেন। এসময় শীতার্তরা শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের সভাপতি বিবি কুলছুমা চম্পা বলেন, দীর্ঘদিন যাবত আমি মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল এমপির নেতৃত্বে ও দিকনির্দেশনায় রাজনীতি ও সামাজিক কর্মকান্ড করে আসছি। রাজনীতির সুবাদে মিরসরাইয়ের বিভিন্ন প্রান্তে গিয়ে অসহায় মানুষের দুঃখ-কষ্টও দেখেছি। সেই ভাবনা থেকে ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।
মিরসরাইয়ে পরিমাণে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা
মিরসরাই :: মিরসরাইয়ে পরিমাপে কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনকে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুলিস্তান ফিলিং স্টেশন ও বড়তাকিয়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন।
ইউএনও মাহফুজা জেরিন জানান, স্টেশনে ডিস্পেন্সিং ইউনিট যাচাইয়ের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় বড়তাকিয়া ফিলিং স্টেশনকে এক লাখ এবং গুলিস্তান ফিলিং স্টেশন ও সার্ভিসিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় বিএসটিআই কার্যালয় চট্টগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।