সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » আরিফ হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর হিরণ কারাগারে
আরিফ হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর হিরণ কারাগারে
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সিলেটে আলোচিত আরিফ হত্যা মামলার প্রধান আসামি সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ১২ ফেব্রুয়ারী সকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এম নাছির উদ্দীন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিপুর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশ পেয়ে তাকে জেল হাজতে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২০ নভেম্বর রাত ১২টার দিকে নগরের বালুচর টিবিগেট এলাকায় আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন। পরে গুরুতর আহত আরিফকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আরিফ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
আরিফ হত্যার পর ২০২৩ সালের ২২ নভেম্বর আঁখি বেগম বাদী হয়ে সিলেটের এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ করে আরও ৫ জনকে অজ্ঞাত রেখে ১৫ জনকে আসামী করা হয়। মামলার আগে ও পরে চারজনকে গ্রেপ্তার করা হয়। বাকিরা অধরা ছিলেন। হিরণ মাহমুদের নেতৃত্বেই আরিফকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।
২০২৩ সালের ২৮ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ হিরণ মাহমুদ নিপুকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। নিপু এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন বলে জানান তিনি।
উল্লেখ্য, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গত বছর অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৩৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন।
সিলেটে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
সিলেট :: সিলেটের বিয়ানীবাজার থানার চারখাই এলাকায় চেকপোস্টে তল্লাসির সময় পিকআপ (ডিআই পিকআপ ট্রাক) থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার ১১ ফেব্রুয়ারী সকালে চারখাই ইউপি’র কাকুরা দিঘীরপার থেকে তাদের ট্রাকসহ আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের কানাইঘাট থানার জুলাই নয়াঘাট এলাকার মৃত তবারক আলীর ছেলে ইসমাইল উদ্দিন (৪৮) ও হবিগঞ্জের সদর থানার উমেদনগর গ্রামের অলি মিয়ার ছেলে মোস্তাকিন (২৫)। অভিযানের সময় এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলায়ক মাদক ব্যবসায়ী হলো, কিশোরগঞ্জের মিঠামইন থানার ভুরভুরি গ্রামের গফুর চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী (৩৫)।
গাঁজাসহ মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, আটককৃত ও পলাতক আসামির বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিয়ানীবাজার থানা পুলিশ সূত্র জানাযায়, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল ইয়াহিয়া আল মামুন এর তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার এসআই (নিঃ) মো. ফাখখারুল ইসলাম (নিঃ) ও এসআই সাইদুর রহমানের নেতৃত্বাধীন একদল পুলিশ শনিবার ভোর ৫ টায় দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা দিঘীরপার এলাকার চেকপোস্ট ডিউটি চলাকালে একটি ডিআই পিকআপ গাড়ি চেকপোস্ট ব্যারিকেড বেপরোয়াভাবে অতিক্রম করার চেষ্টা করলে গাড়িটিকে আটকানো হয়।
এসময় আটককৃত গাড়িটি থেকে পুলিশ দুইজন কে আটক করলেও একজন লোক দৌড়ে পালিয়ে যায়। আটককৃতদের তল্লাশিকালে তাদের ব্যবহৃত পরিবহন ডিআই পিকআপ গাড়ির কেবিন থেকে ৬ কেজি গাঁজা যার মূল্য ৯০ হাজার টাকা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়ি, (ঢাকা মেট্রো- ন-২১০২৩১) যার মূল্য অনুমান ১৫ লক্ষ টাকা জব্দ করা হয়।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ইমন ও সাঃ সম্পাদক লবীব
সিলেট :: সিলেট এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র নতুন কমিটি ঘোষিত হয়েছে। রবিবার ১১ ফেব্রুয়ারী দুপুরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক সভায় রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী’র সুপারিশক্রমে নতুন এই কমিটির অনুমোদন দেন মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির সভাপতি ইমরান ইমন এবং সাধারণ সম্পাদক লবীব আহমদ। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসাইন, কোষাধ্যক্ষ মইনুল হাসান আবির ও নির্বাহী সদস্য ইসমাইল হোসেন শিমুল, সাধারণ সদস্য শাহ্ রাকিবুল হাসান রাফি, শ্রাবণী নীতি, এহসানুল হক, রবিনুর মিয়া, শ্রীবাস দাস, ফাতেমা আক্তার সুনিয়া, মো. বদরুল আমিন এবং মিফতা হাসান। এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন সদ্য বিদায়ী সভাপতি আশরাফ আহমেদ।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাস সংবাদকর্মীদের নিয়ে ছয় সদস্যের কার্যকরী কমিটি গঠনের মাধ্যমে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু হয়।
রাত পোহালেই জামেয়া হুসাইনিয়া রানাপিং-এর ৯৪’তম ইসলামী মহাসম্মেলন
সিলেট :: সিলেটের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ ”ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুছাইনিয়া মাদ্রাসা,, রানাপিং, গোলাপগঞ্জের ৯৪’তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) জামেয়ার মাঠ প্রাঙ্গনে সকাল ১০ ঘটিকা হইতে পরদিন ফজর পর্যন্ত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত শেষ হলেই শুরু হবে জামেয়ার বহুল প্রতিক্ষিত ৯৪’তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২০২৪।
অত্র ইসলানী মহা-সম্মেলন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’র স্বনামধন্য প্রিন্সিপাল শায়খ মুহিউল ইসলাম বোরহান (দা.)-এর সভাপতিত্বে ও মাদ্রাসার আছাতেজা কেরামের সঞ্চালনায় অনুষ্টিতব্য ইসলামী মহাসম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন আওলাদে রাসুল (সাঃ) সায়্যিদ আশহাদ রশিদী সাহারানপুর, ভারত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন, মুফতি খালিদ সাইফুল্লাহ, (মোমেনশাহী), মুফতি রাফি মুনির (ঢাকা), মুফতি মুজিবুর রহমান চাঁদপুরী, মাওলানা আলী আফফান সিরাজী (কিশোরগঞ্জ), মুফতি আব্দুল হক আইয়ুবী (নরসিংদী), মুফতি নোমান ক্বাসিমী (ঢাকা), মুফতি রাফি উদ্দিন মাহমুদ নুরী (ঢাকা), মুফতি আতাউল হক জালালাবাদী, মাও. মমতাজ উদ্দিন বড়দেশী, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, মুফতি সিরাজুল ইসলাম (সিলেট), মাও. শরীফ উদ্দিন বরবন্দিসহ আরোও স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন।
জামেয়ার ৯৪’তম ইসলামী সম্মেলনে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ কামিয়াবী হাসিল করতে এবং ধর্মপ্রান জনতা স্বত:পুর্ত ভাবে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল ও সার্থক করে তুলতে আহবান জানিয়েছেন জামেয়ার মুহতামিম মাও. যুবাইর আহমদ।