সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স এর সাথে কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হল রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স। উক্ত সভায় উপজেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও প্রশাসনকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, আতাউর রহমান, ফেরদৌস কুরাইশী টিটু, ম সেলিম, রতন ভৌমিক, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এহসানুল হক প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নয় বছরের শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের নারানাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর মোহাম্মদ (৬০) একই গ্রামের মৃত আনসার আলীর পুত্র। ব্যক্তি জীবনে নুর মোহাম্মদ দুই ছেলে ও এক মেয়ের জনক।
জানা যায়, ঘটনার দিন ওই গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিশু (৯)নুর মোহাম্মদের ঘরে টেলিভিশন দেখতে যায়। এ সুযোগে প্রতিবেশি দাদা নুর মোহাম্মদ ঘরের দরজা বন্ধ করে ওই শিশুকে ধর্ষণ চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। চিৎকার শুনে শিশুর চাচি দৌড়ে গিয়ে শিশুকে উদ্ধার করে। এ সময় প্রতিবেশীরা এসে নুর মোহাম্মদকে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযুক্ত নুর মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে নুর মোহাম্মদ নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। ভিকটিমকে জবানবন্দির জন্য থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।