সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » মসজিদ নির্মাণে শরীক হতে তাইন্দংবাসীর আহবান
মসজিদ নির্মাণে শরীক হতে তাইন্দংবাসীর আহবান
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার তাইন্দং সীমান্তবর্তী এলাকায় বখশীয়া দরবার খানকা শরীফ প্রতিষ্ঠিত।
ধর্মীয় অনুভূতির তাগিদে ২০১০সালে বখশীয়া দরবার শরীফের পীর হাজী শাহ মোহাম্মদ আলী বখশী ত্যাগী(রহ:)’র খানকা শরীফ আস্তানায় সহ-সভাপতি খলীফা শাহ মো: ইামাইল হোসেন বখশীর মাধ্যমে সভাপতি ও বর্তমান পীর নুর উদ্দিন বখশী আস্থানা, বাৎসরিক মাহফিল, ওরশ শরীফের আদেশে দরবারের কার্যক্রম বিভিন্ন বাড়িতে বাড়িতে শুরু হয়। এ আদেশ পালনে বিগত ১০/১২ বৎসর যাবত প্রতি বছর এক দেড় লাখ টাকা খরচ করে খলীফা শাহ মো: ইসমাইল হোসেন বখশী, দরবার কমিটির পরিচালক মো: মাইন উদ্দিন, মুরীদ ফকির নুরুল ইসলাম, আবুল হোসেন, জয়নাল আবেদীন, মাওলানা আবুল কাশেম, আবদুল হাকিম, আইয়ুব আলী, তাছু বেগম, রেহানা, মনোয়ারা, কুলছুম, বেলাল, আনোয়ার মেম্বার, সাবক মেম্বার সাইন সরকার, জুলহাস, ইমান পোদ্দার, রহমান, তাজুল, সাবেক ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন, বর্তমান ইউপি চেয়ারম্যান মো: পেয়ার আহমেদ পেরুসহ আরো অনেক ভক্তবৃন্দ মিলে সাহায্য সহযোগীতার মাধ্যমে দরবারটি পরিচালনা করে আসছেন।
এ দরবারে একটি পাঞ্জেগানা মসজিদ ও খানকা নির্মাণ করার লক্ষ্যে ৬০শতক জমি স্বল্প মূল্যে বিক্রয় করেন এক ভক্ত এবং স্বল্প আয়ের মুসলমানেরা মিলে এক দেড় লাখ টাকা ব্যায় করে ২০শতকে একটি পুকুর ও ৪০শতক জমির পুকুর ভরাট করে একটি দোকান ঘর ও খানকা স্থাপন করেন। উক্ত জায়গায় একটি পাঞ্জেগানা মসজিদ স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে গত ২৪জানুয়ারী’২৪ বর্তমান পীর মো: নুর উদ্দিন সীমানা নির্ধারণ ও নিজ হাতে তার নিজ নামীয় দরবার শরীফের একটি সাইনবোর্ড স্থাপন করে এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সাহায্য সহযোগীতা কামনা করেন। তিনি ওছিয়ত করেন, ওফাতের পর এই তাইন্দং বখশীয়া দরবারে মসজিদের পাশেই যেন তার রওজা দেয়া হয়।
উপরিউক্ত অবস্থার আলোকে, দরবার কমিটি, সকল স্বল্প আয়ের মুসলমানদেরকে একত্রিত করে আলাপ-আলোচনা ও সহযোগিতার মাধ্যমে মসজিদটি স্থাপন করার সিদ্ধান্ত নেন এবং যথারীতি এক ভক্ত মো: জয়নাল আবেদীন মসজিদটির নির্মাণ কাজে নগদ ২০হাজার টাকা দরবারের পরিচালক মো: মাইন উদ্দিনের হাতে তুলে দেন। আরেক দাতা ৪হাজার ইট মসজিদের জন্য দান করেন।
এমতাবস্থায়, মসজিদ ও দরবার কমিটি সর্বময় ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উক্ত মসজিদের নির্মাণ কাজে সাধ্যমত দান, সাহায্য তথা নির্মাণ কাজে শরীক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।