মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চিরনিদ্রায় শায়িত সমাজকর্মী ইঞ্জিনিয়ার আশরাফ
চিরনিদ্রায় শায়িত সমাজকর্মী ইঞ্জিনিয়ার আশরাফ
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের স্বেচ্ছাসেবীকর্মীদের আইকনখ্যাত সমাজকর্মী ও ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শান্তনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল (৪০) আর নেই। সোমবার ১২ ফেব্রুয়ারি বেলা দুইটার দিকে উপজেলার বারইয়ারহাটস্থ ব্র্যাক ব্যাংকের আউটলেটে এজেন্টে কর্মব্যস্ত ছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত (স্ট্রোক) হলে অন্য সহকর্মীরা তাকে স্থানীয় কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল উপজেলার ৪নং ধুম ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন নতুন বন্দে আলী ভূঁইয়া বাড়ির নুরুল হুদা মিয়ার বড় ছেলে। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।
স্বপ্নবান এই মানুষটির নিজের ফেসবুক প্রোফাইলের বায়োতে লেখা ছিলো-’সবাই মিলে পথ হাটি সবুজ ঘাসের মাঠে নতুন পৃথিবীর স্বপ্ন দেখি, হাতে হাত রেখে’। তিনি উপজেলার অন্যতম সমাজ উন্নয়ন সংগঠন শান্তিনীড়ের সভাপতি ছাড়াও একাধারে একজন সফল সংগঠক, সফল উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী। তার বিনয়ী সুলভ আচরণ মানুষকে আকর্ষণ করে কাছে টেনে নিয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো মিরসরাই উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে শোকের বন্যা। মিশুক এই মানুষটির চির বিদায় কেউ সহজেই মেনে নিতে পারছেনা। এদিকে হাসপাতালের বারান্দায় জড়ো হওয়া সহকর্মীদের আর্তনাদ আর হাউমাউ করে কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস।
কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছিনা। তিনি দুপুরে অফিসে কাজ করছিলেন। হৃদরোগে আক্রান্ত হলে অফিসের লোকজন তাকে আমার হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু আনার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আমার একজন অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তাকে হারিয়ে আমি বাকরুদ্ধ, নিস্তব্ধ।
শান্তিনীড়ের সদস্য সাংবাদিক এম আনোয়ার হোসেন বলেন, সদা হাস্যেজ্জ্বল প্রাণবন্ত, মিডিয়াবান্ধব এই প্রিয় মানুষটি আর নেই এটা শোনার জন্য মোটেও প্রস্তত ছিলাম না। আশরাফ উদ্দিনের সাথে আমার সাংবাদিকতার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে।
মঙ্গলবার সকাল দশটার দিকে শান্তিরহাট আলিম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। তার আকস্মিক মৃত্যুতে পুরো মিরসরাই উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।