বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে আগুনে ১২টি ঘর ভশ্মিভুত : দগ্ধ ৫
ঝিনাইদহে আগুনে ১২টি ঘর ভশ্মিভুত : দগ্ধ ৫
ঝিনাইদহ প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ রাত ১.১০মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের কনেজপুর গ্রামে আগুনে পুড়ে গেছে ১২টি বাড়ি৷ এসময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিন নারী দগ্ধ হয়েছেন৷ বুধবার ১৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগি্নকান্ডের ঘটনা ঘটে ৷
আহতরা হলেন-ওই গ্রামের গঞ্জেরের স্ত্রী মাজেদা খাতুন, তানজেলের স্ত্রী হাসিনা খাতুন ও মাজেদের স্ত্রী রশিদা খাতুন,সরজিনা বানু,নবিরন নেছা ৷ তাছাড়া ভয়াবহ এই আগুনের আতঙ্কে আরো ৪ জন মহিলা ও পুরুষ এই সংবাদ লিখা পর্যন্ত অগ্মান অবস্থায় আছে ৷ আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আব্দুর রউফ সাংবাদিক জাহিদুর রহমান তারিককে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গ্রামের তনজেলের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় ৷ একে একে ওই গ্রামের সাইদুল ইসলাম, তনজের হোসেন, মনজের হোসেন, গঞ্জের হোসেন, জামাল উদ্দিনের ১২টি ঘর পুড়ে যায়৷ খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে ৷ আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি ৷