শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আন্তর্জাতিক » পুঁজিবাদী - সাম্রাজ্যবাদী ব্যবস্থায় ধরিত্রী নিরাপদ নয় : সাইফুল হক
পুঁজিবাদী - সাম্রাজ্যবাদী ব্যবস্থায় ধরিত্রী নিরাপদ নয় : সাইফুল হক
গত ১৬ ফেব্রুয়ারি সকালে নেপাল ট্যুরিজম বোর্ডের মিলনায়তনে Nepal Intelectual Council এর উদ্যোগে এক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। WSF - Nepal এর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচী হিসাবে ” Global Prospects to Socialism” শীর্ষক সিম্পোজিয়ামে বক্তব্য রাখেন নেপালের কমিউনিস্ট পার্টি - ইউএমএল এর চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, আন্তর্জাতিক বিপ্লবী সংগ্রামের আইকন চে গুয়েভারার কন্যা ডাঃ আলেদা গুয়েভারা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সিপিএন- মাওয়িষ্ট সেন্টার এর সম্পাদক রাম কার্কি,নেপাল কংগ্রেসের শীর্ষ নেতা প্রাক্তন মন্ত্রী ডঃ মিনেন্দ্র রিজাল প্রমুখ।
গুরুত্বপূর্ণ এই সিম্পোজিয়ামে সাইফুল হক বলেন, পুঁজিবাদী - সাম্রাজ্যবাদী ব্যবস্থা বিশ্বব্যাপী শোষণ, বৈষম্য, নিপীড়ন বৃদ্ধি ও পরিবেশ ধ্বংস করে এবং আগ্রাসন ও আধিপত্যবাদী যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবী নামক গ্রহকে বাসযোগ্যহীন করে তুলেছে।পুঁজিবাদ নিজেই নিজের বিনাশ ডেকে আনছে।করোনার অতিমারী,ইউক্রেন - রাশিয়া যুদ্ধ,ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যা পুঁজিবাদী - সাম্রাজ্যবাদী ব্যবস্থার নিষ্ঠুর অমানবিক চেহারাই তুলে ধরছে।
তিনি ব’লেন,এই ব্যবস্থার পরিবর্তনে একবিংশ শতাব্দীর বাস্তবতায় সমাজতন্ত্রের লক্ষ্যে গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় দুনিয়াজুড়ে বিপ্লবী আন্দোলন - সংগ্রাম জোরদার করার আহবান জানান।
কাটমন্ডুতে অবস্থানকালে জননেতা সাইফুল হক আরও কয়েকটি কয়েক কর্মসূচীতে অংশ নেবেন। তিনি নেপালের শীর্ষ রাজনীতিকদের সাথেও বৈঠক করবেন।
“অন্যরকম পৃথিবী গড়া সম্ভব” এই স্লোগানকে সামনে রেখে গত ১৫ ফেব্রুয়ারি সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই সম্মেলনের সুচনা হয়।
বিশ্বের প্রায় ৩৭ দেশের নানা ধরনের মানবাধিকার, পরিবেশবাদী ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সমবেত হয়েছেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি WSF এর এই আন্তর্জাতিক সম্মেলন শেষ হবে।