শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খেলা » ক্রীড়া জগতকে এগিয়ে নিতে সরকার সজাগ ও সচেতন : আমু
ক্রীড়া জগতকে এগিয়ে নিতে সরকার সজাগ ও সচেতন : আমু
ঝালকাঠি প্রতিনিধি :: অওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ করে ক্রীড়া জগতকে এগিয়ে নিতে সজাগ ও সচেতন। যে কারনে তিনি প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি টুর্নামেন্ট দিয়েছেন যাতে করে শিক্ষার্থীরা প্রথম থেকে ক্রীড়ার দিকে আকৃষ্ট হয়।
শনিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অওয়ামী লীগের প্রবীণ এই নেতা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারে পক্ষ থেকে ক্রীড়া অঙ্গনে সকল প্রকার সহড়যোগীতা করে আসছে। যে কারেণে আজকে আমাদের দেশের ক্রিয়াবিদরা বিদেশে স্থান করে নিতে সক্ষম হয়েছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সুলতান আহম্মেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খান আরিফুর রহমান। যুগ্ম সম্পাদক তরুন কর্মকার। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠিতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঝালকাঠি :: ঝালকাঠিতে চার কেজি গাঁজাসহ আসিফ হাওলাদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার ১৭ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে পৌরসভার কৃষ্ণকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসিফ হাওলাদার রাজাপুর উপজেলার কানুনিয়া এলাকার জামাল হাওলাদারের ছেলে। গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চার কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।