বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ভাঙ্গুড়ায় আনন্দ-উত্সবে পহেলা বৈশাখ
ভাঙ্গুড়ায় আনন্দ-উত্সবে পহেলা বৈশাখ
ভাঙ্গুড়া প্রতিনিধি:: (১লা বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০ মিঃ) নানা অনুষ্ঠান ও আনন্দ-উত্সবের আমেজে ভাঙ্গুড়া উপজেলায় ১৪২৩ বঙ্গাব্দ ১লা বৈশাখ উদযাপন করা হয়৷ এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে হাজী জামাল উদ্দিন অনার্স কলেজ থেকে আনন্দ র্যালি বের হয়ে উপজেলা পরিষদে শেষ হয়৷ র্যালিতে অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান,উপাধ্যক্ষ মাহমুদা খাতুন,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম,অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম,অধ্যক্ষ মোঃ বদরুল আলম বিদ্যুত,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান আলী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক অংশ নেন৷ উপজেলার মেহগুণি চত্তরে পানত্মা ভাত উত্সবের আয়োজন করা হয়৷ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আলমের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন৷ এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন৷ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক ও ওসি তদন্ত মোঃ আব্দুর রব৷
হাজী জামাল উদ্দিন অনার্স কলেজে সাংস্কৃতিক উত্সব:
১লা বৈশাখ উপলক্ষে হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের শিউলি.মহুয়া,বকুল তলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পানত্মা উত্সবের আয়োজন করা হয়৷ উদ্বোধন করেন ইউএনও মোঃ শামছুল আলম৷ পরে অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা ও বৈশাখী গানের মেলা অনুষ্ঠিত হয়৷ এতে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী নির্মল কুমার রায়, অধ্যাপক মলয় কুমার সরকার ,প্রভাষক আব্দুল মালেক,প্রভাষক কাণিজ সোহানী দিলরুবা রত্না,প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা প্রমুখ৷ উপজেলার বিবি স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ১লা বৈশাখ উপলক্ষে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷