সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা
ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা
গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি :: ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
ক্রীড়া প্রতিযোগিতায় ৮৫টি ইভেন্টে অংশগ্রহণকারী ৪৮৫ শিক্ষার্থীকে পুরস্কৃতকরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আমির হোসেন আমু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, বিশে^র বুকে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে ব্যাপক সুনাম কুড়িয়েছে। বাংলাদেশের মেয়েরা সার্ক পুরস্কার পেয়েছে, এটা আমাদের জন্য গৌরবের। আশাকরি এই ধারা অব্যহত রাখতে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধূলায়ও মনোনিবেশ করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
সাংবাদিক-কে মারধর করে টাকা ছিনতাই : আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ঝালকাঠি :: ভোরের কাগজ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি ও ঠিকাদার আব্দুল মন্নান তাওহীদকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মনির শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী মন্নান তাওহীদ জানান, আসামী মনিরের সাথে পূর্ব থেকেই ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে গত ১২ ফেব্রুয়ারি সকালে মনির আমাকে বাসা থেকে পানি উন্নয়ন বোর্ডের সামনে আসতে বলেন।
আমি সেখানে আসলে মনির লোকজন নিয়ে আমাকে ঘাড় ধরে ধাক্কাইতে ধাক্কাইতে একটি চায়ের দোকানের ভিতর ঢুকিয়ে দোকানের ঝাপ আটকিয়ে অবরুদ্ধ করে হাতে থাকা রডের চিপ লাঠি দিয়ে আমাকে মারধর করতে থাকে । এসময় আমার পাঞ্জাবির পকেটে থাকা পানি উন্নয়ন বোর্ডের অফিস ভবনের রং ক্রয়ের জন্য রাখা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ।
ঝালকাঠি সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম বলেন, মনিরকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।