মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড
পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার(২০ ফেব্রুয়ারী) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে জনপ্রিয় হোটেল, শাহজাহান ক্রোকারীজ ও আলিফ ষ্টোর সম্পূর্ন ভস্মীভূত হয়। পাশে থাকা মক্কা স্টোরসহ দু’তিনটি দোকান ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়।
পানছড়ি বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস, পানছড়ি থানা পুলিশ ও সেনা সদস্যদের প্রচেষ্টায় ২ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পানছড়ির ষ্টেশন মাষ্টার বিজন বিশ্বাস জানান, আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটো টিম ঘটনাস্থলে পৌঁছে সকলের সহযোগিতারয় স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান ও আগুনের সূত্রপাত তদন্ত করে জানানো হবে।
আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ ও থানার ওসি মো: শফিউল আজম।
উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ জানান, যে ক্ষয়ক্ষতি তা কোনভাবেই পূরণ করার নয়। বিষয়টি আমি জেলা প্রশাসককে অবহিত করেছি। তিনি আশ্বাস দেন সরকার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হবে।
মাটিরাঙ্গায় ভারতীয় বিয়ারসহ গ্রেফতার-১
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় ২৪ক্যান ভারতীয় বিয়ারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(২০ ফেব্রুয়ারী)রাত সাড়ে ১২টায় মাটিরাঙ্গা থানার চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড মাস্টারপাড়া এলাকায় উগ্যজাই মারমার বসতঘরের সামনে থেকে ২৪ক্যান ভারতীয় বিয়ারসহ আসামী উগ্যজাই মারমা(২৯)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী উগ্যজাই মারমা মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আরে মারমার ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।