বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে অগ্নিকান্ডে ১ বৃদ্ধার মৃত্যু
গাবতলীতে অগ্নিকান্ডে ১ বৃদ্ধার মৃত্যু
আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা ফকিরপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়ীতে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনায় তাবাসি বেগম (৬৫) নামের এক বৃদ্ধা আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। এছাড়াও আগুনে ৩টি গরু, টিনসেট ঘর, আসবাপত্র পুড়ে প্রায় ৮লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাঁত ১২টা ৩০মিনিটে। জানা যায়, ঐদিন রাঁতে সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ বিদুৎতিক সট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কলাকোপা গ্রামের ছমির উদিনের ছেলে মোস্তাফিজার রহমানের বাড়ীতে ঘুমিয়ে থাকে বৃদ্ধা তাবাসি বেগম (৬৫) এর মৃত্যু ঘটে। এরপর বাড়ী-টিনসেট ঘর, গোয়াল ঘরের ৩টি গরু, হাঁস-মুরগী, আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। এ ঘটনায় প্রায় ৮লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। বিদ্যুতের সট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে পরিবারে সূত্রে জানাযায়। উল্লেখ্য, মৃতঃ তাবাসি বেগম (৬৫) ফকিরপাড়া গ্রামের মৃতঃ নবির উদ্দিনের স্ত্রী ছিলেন। খবর পেয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, স্থানীয় বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী ফকির ঘটনাস্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও শান্তনা দেন। এছাড়াও শুকনা খাবার, কম্বল প্রদান সহ ক্ষতিগ্রস্থ এবং মৃত্যু পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
গাবতলীর কাগইল ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা
বগুড়া :: আগামী ২র্মাচ২৪ বগুড়ার গাবতলীতে আওয়ামীলীগের সমাবেশ সফল করার লক্ষে গতকাল মঙ্গলবার রাঁতে স্থানীয় মাদ্রাসা কক্ষে কাগইল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমান জুয়েল। কাগইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাগইল ইউপির সাবেক চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন এর সভাপতিত্বে এবং কাগইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কাগইল ইউপির প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামীমর এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদুল ইসলাম রাশেদ, গোলাম রহমান মুকুল, সদস্য আব্দুল বাছেদ বাটুল, জেলা বঙ্গবন্ধু পরিষদের নেতা লুৎফর রহমান, কাগইল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, কাগইল ইউপি সদস্য মিলন মিয়া, জাহাঙ্গীর আলম এবং ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি এবং সাধারন সম্পাদকসহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ প্রমূখ।