বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেফতার
গাজীপুরে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১লা বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪মিঃ) গাজীপুরে পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করছে র্যাব-১ এর সদস্যরা৷
১৪ এপ্রিল বৃহষ্পতিবার ভোর আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়৷
গ্রেফতাকৃতরা হলেন- গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী গাজীপুর মহানগরীর বারবৈকা এলাকার হাজী আব্দুর বারেকের ছেলে মো. হাবিবুর রহমান (২৮) ও তার সহযোগী একই এলাকার মৃত মমির উদ্দিনের ছেলে মো. মিলন (২৬)৷
র্যাব জানায়, ভোর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে শ্রীপুর উপজেলার ধনুয়া দক্ষিণপাড়া হানু মার্কেটের মোড়ে জনৈক মিজানের দোকানের সামনে পাকা রাস্তার উপর সন্ত্রাসীরা অবস্থান করছে৷ পরে র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র এডি মো. জিয়াউর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী হাবিবুর রহমান ও মিলনকে আটক করে৷ এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে একটি পিস্তল ও খালি ম্যাগজিন এবং মো. মিলনের কাছ থেকে ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়৷
র্যাব আরও জানায়, গ্রেফতার হওয়া আসামিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে অস্ত্র ও গুলি তাদের কাছে রাখে৷ গ্রেফতাররা এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী৷ আসামি মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে জয়দেবপুর থানার একাধিক মামলা রয়েছে৷ আসামিরা তেলিপাড়া এলাকার শাহাদাত হোসেন হত্যা মামলার সঙ্গে জড়িত৷