বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য প্রতিমন্ত্রী
খাগড়াছড়িতে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য প্রতিমন্ত্রী
খাগড়াছড়ি :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আজ ২১শে ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিটে খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনসহ পুষ্পস্তবক অর্পণ করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মহান ভাষা দিবসের এ দিনটিতে নিহত সকল বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। মসজিদে মোনাজাত করা হয়। এছাড়া বিহার, মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।