বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-২
খাগড়াছড়িতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও সাজেক পরিবহনের সংঘর্ষে মনিমা ঘোষ (৬৫) ও প্রীতি বালা (৪৫) নামে ২নারী নিহত হয়েছেন। নিহতরা খাগড়াছড়ি বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বুধবার ২১ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের সাপমারা এলাকায় এ দূঘর্টনাটি ঘটে।
জানা যায়, নওগাঁ থেকে সাজেকের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (রকি পরিবহন ঢাকা মেট্রো-ব-১৫-৯৬৮১) ও খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া সাজেক পরিবহন নামে যাত্রীবাহী পিকআপ চট্ট-মেট্রো ন-১১-৫০৬৬ সাপমারা এলাকায় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সাজেক পরিবহনের ১০-১২জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা থানা পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতলে ভর্তি করা হয়।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা ২জনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাস চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে। গাড়ি ২টি থানা হেফাজতে রয়েছে।
মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ে করা হয়েছে।
যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দীঘিনালায় আটক-১
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় ১টি দেশীয় অস্ত্র, ৫রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিনসহ যৌথবাহিনীর অভিযানে ১জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ২০ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ৫নং বাবুছড়া ইউপির কমলা বাগান এলাকা থেকে ধীতেন চাকমা ওরফে অটলবাবুকে(৫৬) আটক করা হয়েছে।
ধীতেন চাকমা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পশ্চিম কাট্রলী সূর্যসেন কার্বারী পাড়ার বাসিন্দা।
দীঘিনালা থানার ওসি মোহাম্মদ নুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ধীতেন চাকমাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।