বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীর মুক্তিযোদ্ধা কমান্ডার কালা মিয়া আর নেই
কাউখালীর মুক্তিযোদ্ধা কমান্ডার কালা মিয়া আর নেই
মোঃ ওমর ফারুক,কাউখালী :: (১ লা বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় রাত ৮.৩৬মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার কালা মিয়া (৮৪) আর নেই। (ইন্নালিল্লাহ অনিল্লাহ রাজিউন)৷ তিনি দির্ঘদিন যাবত্ বিভিন্ন কঠিন রোগে ভুগছিলেন৷ গত কয়েকদিন আগে তার শাররীক অবস্থার অবনতি দেখা দিলে তাকে হাটহাজারী আলিফ হসপিটালে ভর্তি করানো হয়৷ ১৩ এপ্রিল বুধবার রাত্রে তার পেটে অপারেশন করা হলে ১৪ এপ্রিল ভোর রাত ৪টার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানান তার পরিবার ৷ মৃত্যুকালে স্ত্রী,২ ছেলে,২ মেয়ে,১ মেয়ে জামাই, নাতি, নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ৷
১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের উপস্থিতিতে কাউখালী উপজেলা সদর মাঠে তাকে রাষ্ট্রীয়ভাবে কাউখালী থানা পুলিশ গার্ড অব অনার দেওয়া হয়,পরে একই মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়৷ জানাজা শেষে তাকে রাঙী পাড়া তার নিজ বাড়ির আঙিনায় দাফন করা হয়৷
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাঙামাটি পার্বত্য জেলা আওয়ামীরীগ সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রি দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাউখালী উপজেলা আ’লীগের সভাপতি অংসুই প্রু চৌধূরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যন এস এম চৌধুরী (চৌচা মং), উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কাউখালী উপজেলা মুক্তযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা প্রশাসন, কাউখালী উপজেলা বিএনপি, কাউখালীর প্রেস ক্লাব এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও নেতৃবৃন্দ ৷
উল্লেখ্য , মুক্তিযোদ্ধা কমান্ডার কালা মিয়া(৮৪) ফেনী জেলার পরশু রাম উপজেলার কোলা পাড়া গ্রামে জন্মগ্রহন করেন৷ তার পিতার নাম মৃত,বিল্লাত মিয়া৷ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ১নম্বার সেক্টরে, সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম (বীরত্তোমে)এর অধীনে কালা মিয়া মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন৷
দেশ স্বাধীন হওয়ার পর তিনি তার পরিবার নিয়ে কাউখালী উপজেলার রাঙীপাড়া গ্রামে চলে আসেন এবং বাড়িঘর করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ৷