শুক্রবার ● ১৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির বেনুবনে বড়ুয়া জনগোষ্ঠীর জ্ঞাতী সমাবেশ
রাঙামাটির বেনুবনে বড়ুয়া জনগোষ্ঠীর জ্ঞাতী সমাবেশ
কাউখালী প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ১নং মডেল ইউনিয়ন বেনুবন যুব পরিষদের উদ্যোগে এবং পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সহযোগিতায় বৃহষ্পতিবার ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বেনুবন সার্বজনীন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে বিকাল সাড়ে ৪ টায় প্রতি বছরের ন্যায় এ বছরও চৈত্র সংক্রান্তি (পহেলা বৈশাখ-১৪২৩ বাংলা) উপলক্ষ্যে বড়ুয়াদের সামাজিক অনুষ্ঠান জ্ঞাতী সমাবেশ, আলোচনা সভা, যেমন খুশি তেমন সাজো,প্রীতি ফুটবল ম্যাচ ও ফানুশ উড়ানো অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এস.এম চৌধুরী ৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও বেতবুনিয়া মডেল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কইচাবাই তালুকদার ৷
চৈত্র সংক্রান্তি (পহেলা বৈশাখ-১৪২৩ বাংলা) উপলক্ষ্যে বড়ুয়াদের সামাজিক অনুষ্ঠান জ্ঞাতী সমাবেশ,আলোচনা সভা, যেমন খুশি তেমন সাজো,প্রীতি ফুটবল ম্যাচ ও ফানুশ উড়ানো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতবুনিয়া মডেল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুমেধু বড়ুয়া ৷
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বেনুবন সার্বজনীন বৌদ্ধ বিহার অধ্যক্ষ ধর্ম্মমিত্র ভিক্ষু ৷
আলোচনা সভায় বক্তব্য রাখেন বেতবুনিয়া মডেল ইউনিয়নের (সংরক্ষিত) ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমনা বড়ুয়া,বেনুবন যুব পরিষদের জিনপদ বড়ুয়া,শিক্ষক মোঃ জাকির হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাসেম ও পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ বাদল বরণ বড়ুয়া ৷
আলোচনা সভা, যেমন খুশি তেমন সাজো,প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় ৷
জ্ঞাতী সমাবেশ, আলোচনা সভা, যেমন খুশি তেমন সাজো,প্রীতি ফুটবল ম্যাচ ও ফানুশ উড়ানো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটির সাধারন সম্পাদক ডাঃ উদয়ন বড়ুয়া ৷
সব শেষে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন ও বেনুবন যুব পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথি ও জ্ঞাতী সমাবেশে আগতদের মাঝে মিষ্টি মুখ করানো হয়৷