সোমবার ● ২৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দোল উৎসব পালিত
রাউজানে দোল উৎসব পালিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পালিত হয়েছে দোল উৎসব। ২৫ মার্চ সোমবার রাউজান অপরাজিতা সেবাশ্রম মাঠে এই উৎসবের আয়োজন করেন রাউজান সনাতনী সংসদ নামে একটি সংগঠন। দোল পূর্ণিমার পূজা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী উৎসবের আমেজ সৃষ্টি হয় অপরাজিতা সেবাশ্রম মাঠ প্রাঙ্গনে। কন্সাটের উচ্চাসিত সুরে নাচে গানে রঙের খেলায় মেতেছে হাজারো তারুণ্যে। নতুন প্রজম্মের তরুণ তরুণীদের এ উৎসবে আত্মহারায় পরিনত হয় দোল উৎসবে এই আয়োজন। সকাল থেকে শুরু হওয়া কন্সাট ও আবির মাখা উৎসব দুপুরে বিরতি দিয়ে শুরু হয় আলোচনা সভা। রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ চক্রবর্ত্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সাংবাদিক প্রদীপ শীল, রাউজান উপজেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দে, বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হারুণ আর রশিদ টিপু, ওসমান গণি রানা, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন, টিটু চক্রবর্ত্তী প্রমুখ।
রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে দেবরাজ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পল্লী মঙ্গল গ্রামে। নিহত দেবরাজ নগরীর টাইগার পাস এলাকার পলাশ দাশের ছেলে। জানা গেছে, দেবরাজ তার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন মামা রনি চৌধুরীর সাথে পুকুরে যায় শিশু দেবরাজ। এসময় তাকে পুকুরের ঘাটে রেখে তার মামা গোসল করতে পুকুরে ডুব দেন। উঠে দেখেন শিশু দেবরাজ ঘাটের মধ্যে নেই। খোঁজাখোঁজির এক পর্যায়ে তার নিথর দেহ পুকুরে ভেসে ওঠে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইউপি সদস্য তপন মল্লিক।