মঙ্গলবার ● ২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » অপরাধ » গুইমারায় মাটি কাটার দায়ে মদীনা ব্রীকসকে জরিমানা
গুইমারায় মাটি কাটার দায়ে মদীনা ব্রীকসকে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে মদিনা ইটভাটার মালিক ও জমির মালিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ১ এপ্রিল বিকালে উপজেলার বাইল্যাছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।
কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট আইনে ইটভাটা কর্তৃপক্ষ ও জমির মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।