শনিবার ● ৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে পাহাড় কাটার অপরাধে জরিমানা
পানছড়িতে পাহাড় কাটার অপরাধে জরিমানা
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ির দমদম এলাকায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি নেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৫ এপ্রিল ২০২৪ শুক্রবার দিবাগত রাত পোনে বারটায় উপজেলা নির্বাহি অফিসার অনজন দাশ গোপন সুত্রে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন।
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ এর (খ) ধারায় পাহাড় কাটার অপরাধে ভূমি মালিক কাজল দে, পিতা- প্রফুল্ল দে -কে ৫০ হাজার ও এক্সসেভেটর মালিক তৌহিদুল ইসলাম তপু, পিতা -মৃত আব্দুল মালেক -কে ৫০ হাজার করে মোট একলক্ষ টাকা জরিমানা আদায় করেন।
এ সময় পানছড়ি থানা পুলিশ,আনসার ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহি অফিসার অনজন দাশ বলেন, অবৈধভাবে পাহাড় কাটার ফলে ভূমি ধ্বস সহ পরিবেশের বিপর্যয় ঘটছে। কেহ অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। পরিবেশের বিপর্যয় ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।