শুক্রবার ● ১৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » জাতীয় » প্রযুক্তিজ্ঞান সম্পন্ন জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি মন্ত্রীর
প্রযুক্তিজ্ঞান সম্পন্ন জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি মন্ত্রীর
ঈশ্বরদী প্রতিনিধি :: (২ বৈশাখ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.০৫মিঃ) ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার প্রযুক্তিজ্ঞান সম্পন্ন আধুনিক জাতি গঠনের অঙ্গিকার নিয়েছেন ৷ তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন৷
১৫ এপ্রিল ঈশ্বরদী গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. এসব কথা বলেন৷
মন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে অসংখ্য বেসরকারি বিদ্যালয়কে জাতীয়করণ করে ছাত্রছাত্রীদের পড়াশুনার মানকে উন্নীত করেছেন৷ তিনি বলেন, ছাত্রছাত্রীদের মেধা ও শ্রমকে বিকশিত করার জন্য সরকার সুন্দর, মনোরম ও আধুনিক পরিবেশেবিদ্যালয়ের ভবনগুলো নির্মাণ করছে৷ মন্ত্রী বলেন, আজকের শিশু, কিশোর ও যুবদের প্রযুক্তিজ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে৷ আজ ৮২ লাখ টাকা ব্যয়ে গোকুলনগর প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ফাউন্ডেশনের সুদৃশ্য দোতলা ভবন উদ্বোধন করেন৷ পরে মন্ত্রী একই ব্যয়ে ছলিমপুর ইউনিয়নের ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন উদ্বোধন করেন৷ মন্ত্রী ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে পড়াশুনা করার আহ্বান জানান৷ তিনি বিদ্যালয়ের আঙ্গিনায় ফুলের বাগান করার জন্য স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ দেন৷
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, উপজেলা প্রকৌশলী রুমেল হায়দার উপস্থিত ছিলেন৷