রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা
কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা
মো. ওমর ফারুক, কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি জেলার ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ উপলক্ষে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে কাউখালী উপজেলার প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের এক মতবিনিময় সভা রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মুহাম্মদ সাইফুল ইসলাম, কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সীমা রানী সেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার মো. রাসেল সরকার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মো. আব্দুল্যাহ আল মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা সমাজ সেবা অফিসর মো. শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরুণ প্রকাশ চাকমা, উপজেলা ইউআরসি মো. গিয়াস উদ্দিন, কাউখালী উপজেলা তুলা উন্নয়ন বোর্ডের প্রতিনিধি মো. সেলিম উদ্দীন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, উপজেলা নির্বাচন অফিসের প্রতিনিধি মো. মোস্তফা সহ উপজেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ ইং এর আওতায় আগামী ৮ মে -২০২৪ তারিখে কাউখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান। অন্যদিকে মতবিনিময় সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক কতৃক সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত হেল্প ডেস্ক কার্যক্রমের উদ্ভোধন করেন এবং পরে উপজেলা নিবাহী অফিসারের অফিসে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।