সোমবার ● ৬ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবির স্মারকলিপি হস্তান্তর
জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবির স্মারকলিপি হস্তান্তর
চাঁদপুর প্রতিনিধি :: ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী’ সম্বলিত স্মারকলিপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণের লক্ষ্যে স্বারকলিপির কপি শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত এর নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ ৬ মে সোমবার দুপুর দেড় টায় শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসির আরাফাতের কার্যালয়ে এই স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) এর কেন্দ্রীয় সাংবাদিক নির্ঝাতন প্রতিরোধ কমিটির উপ-প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন। উল্লেখ্য, এবছর সারা দেশে একযোগে ১-৭ মে ৮ম বারের মত জাতীয় গণমাধ্যম সপ্তাহটি উদযাপিত হচ্ছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ’র আয়োজনে বিভিন্ন সাংবাদিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে এই সপ্তাহটি উদযাপন করছে। আজ ছিল সপ্তাহব্যাপী এই কর্মসূচির ৬ষ্ঠ দিন এবং প্রধানমন্ত্রী বরাবরে দিবসটির স্বীকৃতি প্রদানের লক্ষ্যে স্বারকলিপি প্রদানের দিন। শাহরাস্তি উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীগন আশা প্রকাশ করেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিটি আমলে নিবেন।