শনিবার ● ১১ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাইন বাগান নব নির্মিত মাদরাসার ভবন ও হেফজ খানার উদ্বোধন
পাইন বাগান নব নির্মিত মাদরাসার ভবন ও হেফজ খানার উদ্বোধন
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী পাইন বাগান নব নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিন বায়ালভীর নতুন ভবন ও হেফজ খানার গতকাল শনিবার সকাল ১০টায় শুভ উদ্ভোধন করা হয়।
নব নির্মিত মাদরাসার ভবন ও নতুন হেফজ খানার শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম নীডি ফাউন্ডেশন চেয়ারম্যান মো. আলম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহাবুদ্দিন হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব নিয়ন্ত্রক মো. ফরিদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম উম্মাহ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে মধ্যে বক্তব্য রাখেন এম এ আজম কুতুবী, এইচ এম ইসহাক মেম্বার, মাওলানা আব্দুর রাজ্জাক, হাজি মুহাম্মদ ইউনুস, মাওলানা নুরুল আমিন।
এ সময় অনুষ্ঠানে হাজি মোহাম্মদ আসমত আলী, নুরুল আজিম, নাজমুল খান, মাওলানা মো. জহিরুল ইসলাম, মুফতি সামশুল আলম, সাহেদ খান, মো. সাকিব, মো. আলি আহমদ, সাংবাদিক মো. ওমর ফারুক, মাওলানা মো. আব্দুর রহিম, মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা মুহাম্মদ আনোয়ার, মালানা মো. ইউসুফ, মাওলানা মোহাম্মদ কাজী ফারুকী, মাওলানা মো. নুর হোসেন, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ ইলিয়াস, সহ মাদরাসার সকল শিক্ষার্থীবৃন্দ ও মাদরাসার সকল শিক্ষক এবং শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী অনুষ্ঠানত্তর নব নির্মিত মাদরাসার ১শত জন শিক্ষার্থীকে পবিত্র কোরান শরীফ এবং ১শত জন কোমলমতি শিক্ষার্থীর হাতে নুরানি কায়দা তুলে দেওয়া হয়।
পরে আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।