মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আবারো উত্তপ্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা
আবারো উত্তপ্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা
স্টাফ রিপোর্টার :: সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার বৃহত্তর উপজেলা বাঘাইছড়ি উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আবারো রাঙামাটির বাঘাইছড়িতে পিসিজেএসএস - ইউপিডিএফ এর মধ্যে বন্দুক যুদ্ধো।
প্রার্থীদের প্রচারণার প্রথম দিনে আজ ১৪ মে সকাল থেকে ৩৫ নং বঙ্গলতলি ইউনিয়নের জারুলছড়ি গ্রামে থেমে থেমে ঘন্টা ব্যাপী চলছে দুর্বৃত্তের বন্দুক যুদ্ধ। জনমনে বেড়েছে আতংক ও ভয়-ভীতি।
৩৫ নং বঙ্গলতলি ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বঙ্গলতলি এলাকায় সকাল থেকে বৃষ্টির মতো গুলিবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। লোকজন বাড়ি-ঘর থেকে বের হতে পারছেনা। হতাহতের খবর পাওয়া যাচ্ছে না। যারা গুলিবর্ষণ করছে তারা জানবে হতাহতের খবর।
এলাকাটি পিসিজেএসএস (সন্তু গ্রুপ) এবং ইউপিডিএফ(প্রসিত গ্রুপ) সীমান্তবর্তী অধ্যুষিত এলাকা বলে তিনি জানান।
এবিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসতেয়াক আহমেদ বলেন, সোমবার বার বিকালে বঙ্গলতলির সুখেতন মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস (সন্তু গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসিত গ্রুপ) পন্থিদের মধ্যে গোলাগুলি হয়। মঙ্গলবার ভোর পৌনে ৬টায় আবারও গোলাগুলি শুরু হয়ে চলে সকাল সাড়ে ৮টা পর্যন্ত এখনো থেমে থেমে গোলাগুলি চলছে তবে এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে ওসি জানান।
এদিকে গতকাল আসন্ন বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে।
চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা (বর্তমান চেয়ারম্যান) –ঘোড়া ও অলিভ চাকমা -আনারস।
ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম –বই, দীপ্তিমান চাকমা –তালা, নিখিল জীবন চাকমা –উড়োজাহাজ, মোঃ আনোয়ার হোসেন –চশমা, মো: মুনসুর আলী -টিউবওয়েল।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাগরিকা চাকমা –ফুটবল ও সুমিতা চাকমা -প্রজাপতি।
আগামী ২৯ মে বুধবার বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ যে,রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কি.মি. নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত হয় এবং আহত হয় ৩৩ জন। তাদের মধ্যে সরকারি প্রাথমিক সরকারি শিক্ষক ফুলকুমারি চাকমাসহ অনেকে পঙ্গুত্ব বরন করেন।