শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে ৩ ব্যবসায়ী অপহৃত
আলীকদমে ৩ ব্যবসায়ী অপহৃত
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে ৩ ব্যবসায়ী অপহৃত হয়েছে ৷ অহৃতরা হলেন উপজেলার ওবাইদুল হাকিম পাড়ার ওমর হামজার ছেলে মোঃ আবু বকর (২৮), একই এলাকার মোঃ শফি উদ্দিন এর ছেলে মোঃ আফসার আলী এবং বটতলী পাড়া এলাকার মোঃ ইসলামের ছেলে মোঃ শাহাব উদ্দিন (৩০)৷
ঘটনার বিষয়ে নিশ্চিত করে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন বলেন, অপহরনের ঘটনা সত্য ৷ তবে আলীকদম থানচি সড়কের ২৪ কিলোমিটার এলাকা থানচি উপজেলার আওতায় পড়েছে ৷ তাছাড়া দুরুত্বগত কারণে আলীকদম থানা পুলিশ বা প্রশাসনের কাভার দেওয়া সম্ভব নয় ৷ সেক্ষেত্রে থানচি থানা থেকে ঘটনা স্থলে পুলিশ এসেছে এবং জোহন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷
এদিকে আলীকদম সেনাবাহিনীর জোন সূত্রে জানা গেছে আলীকদম সেনানিবাস থেকে একটি সেনাদল ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা হলেও এ রিপোট লেখা (১৬ এপ্রিল রাত ১০.১০মিনিট) পর্যন্ত তারা আলীকদম-থানচি সড়কের ১০ কিলোমিটার এলাকায় অবস্থান করছিলো ৷ থানচি থানা থেকে সংকেত পেলে সেনাদলটি ঘটনা স্থলেও উদ্দেশ্যে রওনা হবে৷ থানচি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মার্মা জানান অপহরণের ঘটনা ঘটেছে ২৮ কিলো এলাকায় ৷ পুলিশ সন্দেহভাজন দুই জনকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে ৷
এদিকে অপহৃত আবু বকর এর বড় ভাই আবুল হাসেম হাসেম মুঠোফোনে জানান, আমার ভাই আবু বকর আলীকদম সেনানিবাসে একজন মাংসের ঠিকাদার ৷ সেনানিবাসে মাংসের চাহিদা পুরণের জন্য গত শুক্রবার সকাল নয় ঘটিকায় আলীকদম থানচি সড়কের ২৪ কিলোমিটার এলাকায় গরু ক্রয় করতে যায় ৷ যাওয়ার সময় বাড়ি থেকে তিন লক্ষ টাকা নিয়ে যায় ৷ কিন্তু টাকা কম পড়ে যাওয়ায় সকাল ১১ টা ৩০ মিনিটে আমাকে ফোন করে বলে টাকা কম পড়েছে ৷ একটি বিকাশ নম্বর (০১৮৭১৩৭৭২২১) দিয়ে আরো ৫০ হাজার টাকা পাঠাতে বললে আমি পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিই ৷ কিন্তু বেলা ১২ টার পর থেকে আর তাদের সাথে যোগাযোগ হয়নি ৷