শনিবার ● ১৮ মে ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের কারাদণ্ড
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের কারাদণ্ড
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১০ জনকে আটক করে মাদক সেবনের দায়ে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গত শুক্রবার দুপুর থেকে শনিবার ভোর পর্যন্ত ঘোড়াঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করা হয়। এর মধ্যে ৮ জনকে মাদক সেবনের সময় আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। অপর দুজনকে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ঘোড়াঘাট উপজেলার পূর্ব জালালপুর গ্রামের হামিদ পালোয়ানের ছেলে বাচ্চু পালোয়ান, একই গ্রামের মৃত সমেসের ছেলে আশিক মিয়া ও মৃত আইয়ুব আলীর ছেলে রেজাউল করিম, ঘোড়াঘাট আজাদমোড় এলাকার মোখলেছুর রহমানের ছেলে সাসুদুর রহমান ও এসকে বাজার এলাকার সেকেন্দার আজমের ছেলে আশরাফুল ইসলাম।
অপর ৩ জন হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত গোলাপ মহন্তের ছেলে লিটন মোহন্ত, একই উপজেলার জাইতুরবালা গ্রামের মৃত আমানুল্লাহর ছেলে নজরুল ইসলাম ও গোবিন্দগঞ্জ উপজেলার সাতগাছি গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মান্নান।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, কারাদণ্ডপ্রাপ্ত ৮ জন সহ মোট ১০ জন আসামীকে শনিবার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।