রবিবার ● ১৯ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে চরমোনাইর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
কাউখালীতে চরমোনাইর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ মুজাহিদ কমিটি রাঙামাটির কাউখালী উপজেলা শাখার ব্যবস্থাপনায় এক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির শনিবার বিকাল ৩টায় কাউখলী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কাউখালী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নায়েবে আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ( শায়েখে চরমোনাই)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম মহানগরী শাখার নায়েবে ছদর হযরত মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মুজাহিদ কমিটি রাঙামাটি জেলা শাখার সভাপতি হযরত মাওলানা গাজী শহিদুল্লাহ,মুজাহিদ কমিটি রাঙামাটি জেলা শাখার সেক্রেটারি হযরত মাওলানা মাজহারুল ইসলাম, কাউখালী উপজেলা কেন্দ্রীয় জামেমসজিদ খতিব হযরত মাওলানা মুহাম্মদ গোলাম ফারুক, কাউখালী উপজেলা সদর মডেল মসজিদ খতিব হযরত মাওলানা নুরুল হক আনসারী প্রমুখ।
সার্বিক পরিচালনায় ছিলেন মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম।
ওয়াজ মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এরশাদ সরকার, উপজেলার বিশিষ্ট সমাজ সেবক মো. বশির মিয়া ( লিডার),মো. সামশুদ্দিন লিডার, মাওলানা আব্দুর রাজ্জাক তালুকদার, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মুহাম্মদ মুছা, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা রবিউল হোসেন, মাওলানা মহিউদ্দিন, মো. শফিক, মো. মজিবুর রহমান, মো. আলী আহমদ সহ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা হতে শত শত ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন ।
পরে ওয়াজ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।
কাউখালীতে আস্থা প্রকল্পের যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা
কাউখালী :: রাঙামাটির বে- সরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এ্যসোসিয়টসের বাস্তবায়নে কাউখালী উপজেলায় নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডার সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরন উপলক্ষে এক সভা রবি বার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা ইয়ুথ ফোরামের সভাপতি মো. সালাহউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ঢাকা প্রধান কার্যালয়ের প্রতিনিধি রত্না বর্মন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার মো. ইমতিয়াজ হোসেন, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের জেলা প্রকল্প সমম্বয়ক বিপ্লব চাকমা।
এ সময় অনুষ্ঠানে আস্থা প্রকল্পের ফিল্ড এ্যসোসিয়টস টোখেন চাকমা, আস্থা প্রকল্পের ভলান্টিয়ার রিতা চাকমা সহ আস্থা প্রকল্পের উপজেলা ইয়ুথ গ্রুপের সকল সদস্য সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন ।