বুধবার ● ২২ মে ২০২৪
প্রথম পাতা » ঢাকা » অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেশে ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে তুলছে
অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেশে ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে তুলছে
আজ ২২ মে-২০২৪ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের বর্ধিত সভা মঞ্চের বর্তমান সমন্বয়ক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে গণস্বাস্থ্য নগর হাসপাতালের এ টি এম হায়দার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আলোচনায় আরও অংশ নেন গণতন্ত্র মঞ্চের ৬ টি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব) আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশ সেনাবাহিনীর মত প্রতিষ্ঠানকে দেশের ভিতরে ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। সেনাপ্রধানের দায়িত্ব পাবার আগে আজিজ আহমেদ বিজিবির মহাপরিচালক ছিলেন। ফলে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবির ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞায়। প্রকৃতপক্ষে ক্ষমতাসীন সরকার দেশে একদলীয় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে যেয়ে রাষ্ট্রের সবগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সেনাবাহিনীকেও নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করে আসছে। সরকার ও সরকারি দল তাদের কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখতে যেয়ে রাষ্ট্রের বাহিনী ও প্রতিষ্ঠানসমূহকে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে, তাদের পেশাদার দায়িত্বশীলতাকে ক্ষুন্ন করা হয়েছে। একারণে উপঢৌকন হিসাবে তারা দুর্নীতিগ্রস্থ ও বিতর্কিত কর্মকর্তাদের সর্বোচ্চ আসনে বসিয়েছে। দেশের শীর্ষ সন্ত্রাসীদেরকেও নানাভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র মঞ্চ বিশ্বাস করে বাংলাদেশ সেনাবাহিনীসহ প্রজাতন্ত্রের প্রতিষ্ঠানসমূহ দেশে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তাদের অবস্থান আবারও স্পষ্ট করবে এবং দেশের জনগণের আস্থার বাহিনী ও প্রতিষ্ঠানসমূহের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবে।
সভায় নেতৃবৃন্দ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে জন আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।