বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটের পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে র্যাব-৫
জয়পুরহাটের পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে র্যাব-৫
জয়পুরহাট প্রতিনিধি :: ২৩ মে জয়পুরহাটের রতনপুর থেকে পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে র্যাব-৫। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি চৌকস আভিযানিক দল স্থানীয় সময় বেলা ১টায় জেলার পাঁচবিবি থানাধীন রতনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় অজ্ঞাত মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ফেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। অতপর নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ৩১৪ বোতল ফেন্সিডিল এবং ০৮ বোতল অফিসার চয়েস মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাস, সঙ্ঘবদ্ধ অপরাধ, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদক দ্রব্য যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।