শনিবার ● ২৫ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামের ভূজপুরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
চট্টগ্রামের ভূজপুরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
ভূজপুর (চট্টগ্রাম) প্রতিনিধি :: গতকাল ২৪ মে-২০২৪ শুক্রবার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে ভূজপুরের চন্দ্রাখীল শান্তি ধাম বিহারে মহান বুদ্ধের ত্রি-স্মৃতি বিজরিত শুভ বুদ্ধ পুর্ণিমা এবং শিক্ষার্থীদের সুত্তপাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় বৃত্তি পরিক্ষার সদনপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতি মহাসচিব মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিজয়ানন্দ থেরো।
শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান বিচারক ও ধর্মলোচক হিসেবে সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের মহাসচিব ভদন্ত বিপুলসেন মহাথেরো উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে চট্টগ্রাম মেনন মাতৃসদন হাসপাতালের পরিচালক বিশিষ্ট সমাজ সেবিকা ডাঃ প্রীতি বড়ুয়া উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে সিংহরিযা বোধিনিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত লোকশ্রী থেরো, চন্দ্রাখীল শান্তি ধাম বিহারের অধ্যক্ষ, ভদন্ত সুমনজোতি থেরো, আমতলি জ্ঞানশ্রী বিহারের অধ্যক্ষ, ভদন্ত ধর্মানন্দ থেরো হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিশ্রী ভিক্ষু উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে ভুজপুর বৌদ্ধ পরিষদ সভাপতি লায়ন রনজিত বড়ুয়া উপস্থিত ছিলেন।
শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্টানে বক্তব্য রাখেন, ভূজপুর বৌদ্ধ পরিষদের মহাসচিব সজল বড়ুয়া, ভূজপুর বৌদ্ধ পরিষদের সহ সভাপতি মন্টু বিকাশ বড়ুয়া, ভূজপুর বৌদ্ধ পরিষদের সহ সভাপতি পরিতোষ বড়ুয়া, ভূজপুর বৌদ্ধ শিক্ষা পরিষদের সভাপতি রিপন বড়ুয়া ও সম্পাদক সোহেল বড়ুয়া।
শুভ বুদ্ধ পুর্ণিমা ও সুত্তপাঠ প্রতিযোগিতা অনুষ্টান সঞ্চালনা করেন ভূজপুর বৌদ্ধ পরিষদের যুগ্ম সম্পাদক পবিত্র বড়ুয়া।