রবিবার ● ২৬ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে দূর্যোগপুর্ব ব্যবস্থাপনার উপর জরুরি সভা
কাউখালীতে দূর্যোগপুর্ব ব্যবস্থাপনার উপর জরুরি সভা
মো. ওমর ফারুক, (রাঙামাটি) কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগের পুর্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এক জরুরি সভা রবি বার সকালে উপজেলা নিবাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মাসুমা আক্তার কনা, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ( পিআইও) মোঃ ফজলুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন চাকমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি লিটন বড়ুয়া, উপজেলা পাবলিক হেলথ প্রতিনিধি ঝিনি চাকমা, বেতবুনিয়া ইউপি প্রতিনিধি মহিলা মেম্বার শাহানাজ আক্তার, উপজেলা নিবাহী অফিসারের কার্যালয়ের স্টাফ মোঃ মামুন হাছান, শুভাশিস চাকমা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় বঙ্গপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় রেমালের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আবহাওয়া অধিদপ্তরের নির্ধারিত ১০ নম্বর সতর্কতা সংকেত বিষয়ে সবাইকে ব্যাপক মাইকিং করে এবং উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা, বৌদ্ধ বিহার, গীতা মন্দির হতে প্রচার করা পাশাপাশি ইউনিয়ন পরিষদ হতে মাইকিং করার জন্য সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি অনুরোধ জানানো হয়। তা ছাড়া পাহাড়ের পাশে এবং যে সকল এলাকায় পাহাড় ধ্বসের ঝুকি রয়েছে সেখান থেকে পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার ব্যবস্থা নেয়া। কাউখালী উপজেলার চার ইউনিয়নে মোট ৩৬ টি নিরাপদ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সুত্র জানান। উপজেলার আশ্রয় কেন্দ্র গুলি হলো বেতবুনিয়া ইউপিতে -০৯ টি আশ্রয় কেন্দ্র, ফটিকছড়ি ইউপিতে -০৯ টি আশ্রয় কেন্দ্র, ঘাগড়া ইউপিতে -০৯ টি আশ্রয় কেন্দ্র, কলমপতি ইউপিতে -০৯ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে সভায় জানানো হয় এবং দূর্যোগগকালীন উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন অফিসার কারয্যালয় ( পিআইও) সার্বক্ষণিক কন্ট্রোল রুম হিসেবে খোলা রাখা হয়েছে এবং জরুরি যোগাযোগের জন্য ০১৮১৯৬৭৭২৫৬ এই নম্বর টি খোলা রাখা হয়েছে।