বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চেয়ারম্যান প্রদীপ ভাইস চেয়ারম্যান রাসেল ও শেফালী বেসরকারিভাবে নির্বাচিত
ঈশ্বরগঞ্জে চেয়ারম্যান প্রদীপ ভাইস চেয়ারম্যান রাসেল ও শেফালী বেসরকারিভাবে নির্বাচিত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনে বেসরকারি ফলাফলে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বদরুল আলম প্রদীপ। তিনি পেয়েছেন ৪৮হাজার ৩শ ৯২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ি প্রতীক নিয়ে আবু বকর সিদ্দিক ভুঁইয়া দুলাল পেয়েছেন ৩৮ হাজার ৫শ ৩৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে বিজয়ী হয়েছেন শেখ ওয়ালী উল্লাহ্ রাসেল। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯ শ ৪৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রানা আহমেদ পালকী প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯শ ৩৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন শেফালী হামিদ। তিনি পেয়েছেন ৪৯হাজার ৭শ ৪৭ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুসনাত আরা প্রিয়া পদ্ম ফুল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯শ ৩০ ভোট।
রাত সোয়া ১০টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফারুক মিয়া।