রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা প্রশাসনের ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি জেলা প্রশাসনের ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা
ষ্টাফ রিপোর্টার :: (৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.০০মিঃ)আজ বাংলাদেশীদের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি চিরস্মরনীয় দিন। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিব নগর থেকে স্বাধীনতার ঘোষনাপত্র জারি করা হয় এবং এর মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। ২৬ শে মার্চ শেখ মুজিবুর রহমানের দেয়া স্বাধীনতার ঘোষনাকে এর মাধ্যমে প্রতিপাদন করা হয়।
১৯৭১ সালের ১৭ ই এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার এক আমবাগানে (পরবর্তী নাম মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার আনুষ্ঠানিক শপথ গ্রহন করে। কয়েক প্লাটুন ইপিআর(বর্তমান বিজিবি) ও মুক্তিযোদ্ধা শপথ গ্রহন অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদান করে। শপথ গ্রহন অনুষ্ঠান শুরু হয় বেলা ১১টায়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করা হয়। সৈয়দ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষনা করেন অতঃপর তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষনা করেন এবং পরিচয় করিয়ে দেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভাষণ দেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করেছে রাঙামাটির জেলা প্রশাসক ।
রাঙামাটি জেলা প্রশাসনের ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপত্বি করেন জেলা প্রশাসক সামসুল আরেফিন।
১৭ এপ্রিল রোববার দুপরে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানভির আজম সিদ্দিকীর সঞ্চালনায় তথ্য নির্ভর বিশেষ আলোচনা সভায় রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ, নেজারত ডেপুটি কালেক্টর নাজমুল ইসলাম রাজু, কৃষি অফিসার রমনী কান্তি চাকমাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ-শিক্ষার্থীরা জেলার সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ মোঃ তাসাদ্দিক হোসেন কবির,রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, মনিরুজ্জামান মহসিন রানা, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, আলফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নুরুল আমিন পাটোয়ারী ও রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম খীসা ।